Udaipur Congress Deputation : উদয়পুর জেলা কংগ্রেসের পক্ষ থেকে শনিবার ৭ দফা দাবীর ভিত্তিতে মহকুমা পুলিশ আধিকারিকের নিকট এক গনডেপুটেশান প্রদান করা হয়। তার আগে এক সুবিশাল মিছিল শহরের বুক কাঁপিয়ে দাপিয়ে বেরায় এবং শাসক গোষ্ঠীর একের পর এক খামতি তুলে ধরে বিজেপি সরকারের তীব্র সমালোচনায় মুখরিত হন কংগ্রেসিরা।
উদয়পুর মহকুমা জুড়ে বেশ কিছু সময় যাবত নিরন্তর চলে আসছে রাজনৈতিক সন্ত্রাস । এছাড়াও বিরোধী দলীয় কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা সহ নেশা কারবারীদের রমরমা , চুরি ছিনতাই বৃদ্ধি পেয়েছে । এই সব কিছু সমেত সাত দফা দাবিতে উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিকের নিকট গণ ডেপুটেশান সংগঠিত করে উদয়পুর জেলা কংগ্রেস কমিটি ।
এদিন দুপুরে জামতলা দলীয় অফিসের সামনে থেকে কংগ্রেসের কর্মীরা কাঁধে দলীয় পতাকা, বুকে প্লেকার্ড ঝুলিয়ে আবহাওয়ার প্রতিকুলতাকে উপেক্ষা করেই এক মিছিল বের করে উদয়পুর শহরের রাজপথে । কংগ্রেসের মিছিলটি সেন্ট্রাল রোড , মহাদেব বাড়ি রোড হয়ে মহকুমা হাসপাতাল সড়ক ধরে ডাকবাংলা রোড হয়ে মহকুমা পুলিশ আধিকারিক দেবাঞ্জলি রায়ের সরকারি অফিসার সামনে এসে জমায়েতে মিলিত হয় ।
পরে চারটি ব্লক কংগ্রেস সভাপতি সহ জেলা কংগ্রেসের সভাপতি টিটন পাল সাত দফা দাবি নিয়ে মহকুমা পুলিশ আধিকারিকের নিকট ডেপুটেশান পত্র তুলে দেন । ডেপুটেশান শেষে জেলা কংগ্রেসের সভাপতি টিটন পাল ভাষণ রাখতে গিয়ে বিজেপি সরকার ও রাজ্য প্রশাসনের তীব্র সমালোচনা করেছেন ।
তিনি বলেন , উদয়পুর শহর ও গ্রামীন এলাকাগুলিতে প্রতিনিয়ত চুরির ঘটনা বেড়ে চলেছে। একই সাথে বেড়েছে নেশার রমরমা বাণিজ্য। এর ফলে ধ্বংস হচ্ছে বর্তমান যুবসমাজ। একই সাথে রাজনৈতিক সংঘর্ষ প্রতিনিয়ত ঘটছে এই মহকুমা জুড়ে। আইন শৃঙ্খলা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে পুজোর মরসুমে । এর জন্য সম্পূর্ণভাবে দায়ী রয়েছেন মহকুমা পুলিশ প্রশাসন ।
জেলা সভাপতি শ্রী পাল আরো বলেন , যেভাবে শাসকদলের এই জেলার একজন প্রভাবশালী বিধায়ক কংগ্রেসকে হুমকি দিয়ে চলেছে বিভিন্ন রাজনৈতিক সভায়। এই ধরনের আত্ম অহংকার কখনো থাকবে না। তার কারণ যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে কোন রাজনৈতিক দল চিরজীবন রাজনীতির গদিতে টিকে থাকতে পারে না। তিনি আরও বলেন রাজ্যের মানুষ কোনোদিন ভাবেনি যে সিপিআইএম ২৫ বছর পর ক্ষমতা হারাবে। কেউ জানেনা কার পতন কখন। সুতরাং বিজেপি ও যে চিরস্থায়ী হবে সেটা ভাবা সম্পূর্ণ ভুল। আগামী দিনে দিকে দিকে মানুষ বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দেবে বলে দৃঢ় আশা ব্যক্ত করেন টিটন পাল।