খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Saturday, 20 December 2025 - 09:59 PM
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫ - ০৯:৫৯ অপরাহ্ণ

TSF Relly Agartala : ককবরক ভাষার জন্য রোমান স্ক্রিপ্টের দাবিতে রাজধানীতে সুবিশাল মশাল মিছিল

TSF Relly Agartala
1 minute read

TSF Relly Agartala : ককবরক ভাষায় রোমান স্ক্রিপ্ট প্রবর্তনের দাবিতে বৃহস্পতিবার রাজধানী আগরতলায় এক বিশাল মশাল মিছিল অনুষ্ঠিত হয়। টিএসএফ (Twipra Students’ Federation) ও টিআইএসএফ (TISF)-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিপুল সংখ্যক তিপ্রাসা ছাত্রছাত্রী ও বিভিন্ন ছাত্র সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।

দীর্ঘদিন ধরেই ককবরক ভাষার জন্য রোমান লিপির স্বীকৃতির দাবি জানিয়ে আসছেন তিপ্রাসা জনগোষ্ঠী ও তাদের ছাত্র সংগঠনগুলি। তবে রাজ্য ও কেন্দ্রীয় সরকার এই দাবিকে উপেক্ষা করছে বলে অভিযোগ আন্দোলনকারীদের। সেই প্রেক্ষিতেই এদিন বৃহৎ আকারে মিছিলের মাধ্যমে নিজেদের দাবিকে জোরালোভাবে তুলে ধরেন তারা।

বৃহস্পতিবার সন্ধ্যা ৫টা নাগাদ রাজধানীর আস্তাবল ময়দান থেকে মশাল হাতে মিছিল শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে রাজবাড়ীর সামনে গিয়ে শেষ হয়। গোটা মিছিল জুড়ে “রোমান স্ক্রিপ্ট চাই”, “ককবরক ভাষার অধিকার দাও”—সহ একাধিক স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজধানীর রাজপথ।

মিছিল শেষে সংগঠনের নেতৃত্বরা জানান, এই আন্দোলন শুধুমাত্র আগরতলায় সীমাবদ্ধ নয়, বরং গোটা ত্রিপুরা জুড়েই তা ছড়িয়ে পড়েছে। তারা বলেন, আসামসহ বাইরের রাজ্য থেকেও বিভিন্ন ছাত্র সংগঠন এই দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে। শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়ে তারা রাজ্য ও কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দেন—ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে যেন কোনো রকম অবহেলা না করা হয়।

সংগঠনের পক্ষ থেকে আরও জানানো হয়, অতীতে ভাষা আন্দোলনের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে তারা ঐক্যবদ্ধভাবে এই আন্দোলনকে আরও জোরদার করতে প্রস্তুত। দাবি পূরণ না হলে আগামী দিনে আন্দোলন আরও বৃহত্তর আকার নেবে বলেও হুঁশিয়ারি দেন নেতৃত্বরা।

এই মশাল মিছিলের মাধ্যমে ককবরক ভাষায় রোমান স্ক্রিপ্ট প্রবর্তনের দাবি নতুন করে রাজ্য রাজনীতিতে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে বলে মনে করছেন রাজনৈতিক মহল।

For All Latest Updates

ভিডিও