খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Thursday, 27 November 2025 - 01:37 AM
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫ - ০১:৩৭ পূর্বাহ্ণ

TSF Protest News : রোমান লিপি ব্যবহারের দাবিতে সার্কিট হাউসে টিএসএফের বিক্ষোভ

TSF Protest News
1 minute read

TSF Protest News : সার্কিট হাউস চত্বরে ককবরক ভাষায় রোমান হরফ প্রয়োগের দাবিতে মঙ্গলবার বিক্ষোভে সামিল হয় ত্রিপুরা স্টুডেন্টস ফেডারেশন (টিএসএফ)। গান্ধী মূর্তির পাদদেশে জড়ো হয়ে সংগঠনের কর্মীরা স্লোগানে মুখরিত করেন পুরো এলাকা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে পারে আশঙ্কায় ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ এবং টিএসআর বাহিনী।

টিএসএফ নেতৃত্বের অভিযোগ, ককবরক ভাষার প্রসার ও শিক্ষার মানোন্নয়নের জন্য রোমান স্ক্রিপ্টই সবচেয়ে কার্যকর, অথচ রাজ্য সরকার সেই দাবিকে দীর্ঘদিন উপেক্ষা করে আসছে। তাদের বক্তব্য, “সরকার যদি শান্তিপূর্ণভাবে নায্য দাবি মেনে নিত, তাহলে আন্দোলনের পথে নামতে আমাদের বাধ্য হতে হতো না। তারা জানায় যারা সরকারে আছে তাদের মানসিকতার ও পরিবর্তন করতে হবে।

বিক্ষোভস্থলে কথা বলতে গিয়ে টিএসএফের শীর্ষ নেতারা মুখ্যমন্ত্রীর আচরণ নিয়েও প্রশ্ন তোলেন। তাঁদের সরাসরি মন্তব্য— “মুখ্যমন্ত্রীর সহৃদয় মনোভাব থাকা উচিত; নইলে তাঁর পদত্যাগ করা উচিত।”

দাবি-দাওয়া ঘিরে নতুন করে উত্তেজনা ছড়ালেও আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ককবরক ভাষায় রোমান হরফ ব্যবহারের দাবি ঘিরে টিএসএফের আন্দোলন ত্রিপুরার ভাষা-রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে সংগঠনের কঠোর অবস্থান স্পষ্ট, আর সরকারও তার নীতি পরিবর্তনের ইঙ্গিত এখনও দেয়নি। ফলে দুই পক্ষের অচলাবস্থা বজায় থাকায় ভবিষ্যতে পরিস্থিতি আরও জটিল হতে পারে। যে কোনো ধরনের উত্তেজনা এড়াতে সংলাপ ও সমঝোতার পথেই সমাধান খোঁজা—এটাই এখন সময়ের দাবি।

For All Latest Updates

ভিডিও