Tripuri Tribal Album Song : ত্রিপুরা রাজ্যে তিপ্রাসারা সঙ্গীত , অভিনয় ও নৃত্য শিল্প কলায় নিপুণ। তাদের বহু কাজ রাজ্য সহ বহিঃরাজ্যে ও প্রশংসিত হয়েছে। ত্রিপুরা রাজ্যে হাজার হাজার তিপ্রাসা মিউজিক ভিডিও তৈরি হয়েছে। তাছাড়া তিপ্রাসা দের মধ্যে প্রতিভাবান সঙ্গীত শিল্পী ও রয়েছেন বহু যাদের সুমধুর সুর জাতি জনজাতি সকলের মন কাড়ে। এমনই দুজন হচ্ছেন এলিমি দেববর্মা ও জ্যাকশান ধ্রুব।
তাদের উদ্যোগে এবং কঠোর পরিশ্রমের ফল রূপে আগামী ২৯শে নভেম্বর রাজ্যের প্রথম ত্রিপুরী এ্যালবাম সং রিলিজ হতে চলেছে। আগরতলা স্থিত টাউন হলে সন্ধ্যা ৫ টায় এই এল্বামের মুক্তির ঘোষণা দিয়ে এক সাংবাদিক সন্মেলনের আয়োজন করেন তারা। সন্মেলনে উভয় সঙ্গীত শিল্পী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এটি তাদের তৈরি করা প্রথম এ্যালবাম। যাতে বাংলা, ইংরেজি, ককবরক, হিন্দি সব ভাষার গান ও নৃত্যের সম্ভার রয়েছে। এই এ্যালবাম টি রাজ্যের সর্ব অংশের মানুষের মন কাড়বে বলেই মনে করছেন শিল্পীরা। তাছাড়া এই এ্যালবাম এর মুক্তির দিন রাজ্যের সর্ব অংশের মানুষ কে আসার আমন্ত্রণ জানিয়েছেন তারা। টাউন হলে এন্ট্রি বাবদ পাস এর ব্যবস্থা করা হয়েছে।
শিল্পী দের বিষয়ে বলতে গেলে, রাজ্যের সঙ্গীত জগতের দুজন উজ্জ্বল নক্ষত্র এরা তা বললে ভুল হবে না। দুজনেরই বাড়ি রাজ্যের কমলপুর মহকুমায়। দীর্ঘ দিন মুম্বাই এ সঙ্গীত নিয়ে চর্চা করেছেন দুজনে। উদিত নারায়নের শিষ্য সুলভ রাজ্যের উদীয়মান নক্ষত্র দুজনেই। ধ্রুব মুম্বাই মিউজিক ইন্সটিটিউট থেকে “সাউন্ড ইঞ্জিনিয়ারিং এন্ড মিউজিক প্রোডাকশানে” ডিগ্রি প্রাপ্ত।
তাদের সম্মিলিত প্রয়াসে তৈরি করা এই এ্যালবাম দর্শকদের নজর কাড়বে এবং আগামী দিনে তারা রাজ্যের নাম উজ্জ্বল করে তুলবে বলেও আশাবাদী। উল্লেখ্য, “জ্যাকশান ধ্রুব এন্ড এলিমি” নামক তাদের ইউটিউব চ্যানেল টি রাজ্যের অন্যতম প্রসিদ্ধ মিউজিক চ্যানেল। যাতে এই এ্যালবাম টি মুক্তি পাবে।



