Tripura Traffic Police : আজ সদর আগরতলা ট্রাফিক ইউনিটের উদ্যোগে দারোগাবাড়ি এলাকায় পরিচালিত হলো বিশেষ ট্রাফিক অভিযান। নেতৃত্বে ছিলেন সাব-ইন্সপেক্টর তপন দাস।
সেকেন্ড কোট দারোগাবাড়ি এলাকায় প্রতিনিয়ত ঘটে চলা সড়ক দুর্ঘটনা রোধে আজ সকালে ট্রাফিক পুলিশের বিশেষ এনফোর্সমেন্ট অভিযান চলে। বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ওভার স্পিড, ওভারটেক ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকার অভিযোগে জরিমানা করা হয়।
এদিন সাব-ইন্সপেক্টর তপন দাস জানান,
আমরা প্রতিদিন এনফোর্সমেন্টে থাকি। রাজ্যজুড়ে প্রায় ৮১০টা এনফোর্সমেন্ট গাড়ি আছে, প্রতিটি জেলায় অন্তত একটা করে আছে। আমাদের ট্রাফিক ইউনিটের দুটো গাড়িতে ফ্রিটাডার গান লাগানো হয়েছে, যাতে গাড়ির স্পিড মনিটর করা যায়। যারা অতিরিক্ত স্পিডে গাড়ি চালাচ্ছে, আমরা তাদের ফাইন করছি। আজকের অভিযানে মোট প্রায় ১৪,০০০ টাকার মতো জরিমানা হয়েছে। এর মধ্যে ওভার স্পিড ও ডকুমেন্ট সংক্রান্ত ফাইনও রয়েছে।
অফিসার আরও জানান, দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে চিহ্নিত হয়েছে ওভার স্পিড ও ওভারটেকিং। তাই সবাইকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান তিনি।
সবার কাছে অনুরোধ, ট্রাফিক রুলস মেনে চলুন। অতিরিক্ত গতিতে গাড়ি চালাবেন না। কাগজপত্র ঠিক রাখুন, যাতে নিরাপদে বাড়ি থেকে বেরিয়ে বাড়ি ফিরে যেতে পারেন।



