Tripura TMC News : ত্রিপুরায় স্মার্ট মিটার বসানো নিয়ে বিরোধিতা ক্রমশ জোরদার হচ্ছে। সোমবার স্মার্ট মিটারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে প্রদেশ তৃণমূল কংগ্রেসের কর্মীরা রাজ্যের বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ-এর বাড়ির সামনে ধর্ণায় বসে বিক্ষোভ প্রদর্শন করেন। পরে পুলিশ এসে বিক্ষোভকারীদের সেখান থেকে সরিয়ে থানায় নিয়ে যায়।
তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, স্মার্ট মিটার বিরোধী এই আন্দোলন ভবিষ্যতেও চলবে। তাঁদের দাবি, স্মার্ট মিটার বসানো হচ্ছে সাধারণ মানুষের উপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টির উদ্দেশ্যে।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেসের এক কর্মী বলেন, “ত্রিপুরায় প্রতিনিয়ত বিদ্যুতের দাম বাড়ছে। তার উপর বাড়ি বাড়ি স্মার্ট মিটার বসিয়ে মানুষের ওপর আরও বোঝা চাপানো হচ্ছে। এই উদ্যোগ শুধুমাত্র দেশের ধনকুবের শিল্পপতিদের স্বার্থ রক্ষার জন্য। সাধারণ মানুষের কোনও লাভ নেই এতে।”
তৃণমূল নেতৃত্বের অভিযোগ, স্মার্ট মিটারের মাধ্যমে নিরবিচারে বিল আদায় করা হচ্ছে, যা নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের জন্য অস্বস্তিকর হয়ে উঠেছে।
যদি ও এই প্রতিবাদ সারা রাজ্য জুড়ে চলছে। সাধারন মানুষ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলগুলো প্রতিনিয়ত প্রতিবাদ বা বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।