খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Saturday, 24 January 2026 - 09:17 PM
শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬ - ০৯:১৭ অপরাহ্ণ

Tripura TET 2024 News : নিয়োগের দাবিতে শিক্ষা ভবনের সামনে টেট উত্তীর্ণ বেকার যুবক-যুবতীদের বিক্ষোভ

Tripura TET 2024 News
1 minute read

Tripura TET 2024 News : নিয়োগের দাবিতে ফের শিক্ষা ভবনের সামনে বিক্ষোভে সামিল হলেন টেট উত্তীর্ণ বেকার যুবক-যুবতীরা। সোমবার সকাল থেকে শিক্ষা ভবনের সামনে জড়ো হয়ে তাঁরা রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন এবং অবিলম্বে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার দাবি জানান।

বিক্ষোভকারীদের দাবি, রাজ্যের বিভিন্ন স্কুলে দীর্ঘদিন ধরেই তীব্র শিক্ষক সংকট চলছে। সেই সংকট দূর করতে দ্রুত টেট উত্তীর্ণদের নিয়োগ করা জরুরি হলেও সংশ্লিষ্ট দপ্তর এখনও কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। এর ফলে শিক্ষা ব্যবস্থা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনই বছরের পর বছর বেকারত্বের যন্ত্রণায় ভুগছেন সফল পরীক্ষার্থীরা।

বিক্ষোভকারীরা জানান, ২০২২ সালের ডিসেম্বর মাসে মোট ৩৯,০০০ পরীক্ষার্থী টেট পরীক্ষায় অংশ নেন। টেট ওয়ান ও টেট টু মিলিয়ে মোট ৩৬১ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন। অভিযোগ, এত অল্প সংখ্যক উত্তীর্ণ থাকা সত্ত্বেও টিআরবিটি (TRBT) এখনও নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারেনি। পরীক্ষায় সফল হওয়ার পর প্রায় দুই বছর কেটে গেলেও নিয়োগ সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি বা নির্দিষ্ট সময়সূচি প্রকাশ করা হয়নি।

তাঁদের আরও অভিযোগ, এই দীর্ঘ সময়ের মধ্যে তাঁরা একাধিকবার মুখ্যমন্ত্রী-সহ বিভিন্ন মন্ত্রীর দপ্তরে স্মারকলিপি দিয়েছেন, দেখা করার চেষ্টা করেছেন। কিন্তু প্রতিবারই আশ্বাস মিললেও বাস্তবে কোনো অগ্রগতি হয়নি। ফলে হতাশা ও ক্ষোভ ক্রমশ বেড়েই চলেছে।

বিক্ষোভকারীরা বলেন, শিক্ষক স্বল্পতার কারণে রাজ্যের বহু স্কুলে নিয়মিত পড়াশোনা ব্যাহত হচ্ছে। কোথাও এক শিক্ষককে একাধিক বিষয় পড়াতে হচ্ছে, আবার কোথাও ক্লাসই হচ্ছে না। এই পরিস্থিতিতে ছাত্রছাত্রীরা প্রায়শই পথ অবরোধে নামছে, কিন্তু তারপরও সরকার শিক্ষক নিয়োগে প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে না।

বিক্ষোভকারীদের স্পষ্ট দাবি, অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া শুরু করে রাজ্যের শিক্ষক সংকট দূর করতে হবে। দাবি মানা না হলে আগামী দিনে আন্দোলন আরও বৃহত্তর রূপ নিতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

টেট উত্তীর্ণ বেকার যুবক-যুবতীদের এই আন্দোলন শুধুমাত্র তাঁদের কর্মসংস্থানের দাবি নয়, বরং রাজ্যের শিক্ষা ব্যবস্থার সংকটের প্রতিফলন। দ্রুত ও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষক স্বল্পতা দূর করা গেলে যেমন স্কুলগুলির পঠনপাঠন স্বাভাবিক হবে, তেমনই বছরের পর বছর অপেক্ষায় থাকা যোগ্য প্রার্থীরাও ন্যায্য অধিকার ফিরে পাবেন। এখন রাজ্য সরকারের সক্রিয় উদ্যোগই এই অচলাবস্থা কাটিয়ে ওঠার একমাত্র পথ।

For All Latest Updates

ভিডিও