খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Wednesday, 9 July 2025 - 08:59 PM
বুধবার, ৯ জুলাই ২০২৫ - ০৮:৫৯ অপরাহ্ণ

Tripura Smart Meter : ত্রিপুরায় স্মার্ট মিটার ইস্যুতে উত্তেজনা, আপত্তি সত্ত্বেও সরকার দৃঢ় সিদ্ধান্তে অটল।

Tripura Smart Meter
1 minute read

Tripura Smart Meter : ত্রিপুরা রাজ্যে স্মার্ট মিটার বসানো নিয়ে বিতর্ক ক্রমেই তীব্র হচ্ছে। একদিকে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিদ্যুৎ ভোক্তাদের একটি বড় অংশ স্মার্ট মিটারের বিরুদ্ধে সরব হয়েছেন, ক্ষোভে মুখর হয়েছেন এবং এই মিটার বাতিলের জোরালো দাবি তুলেছেন। তাঁদের অভিযোগ, স্মার্ট মিটার বসানোর ফলে বিদ্যুৎ বিলের পরিমাণ অস্বাভাবিকভাবে বেড়ে গেছে, অনেক ক্ষেত্রে বিভ্রাট দেখা দিয়েছে মিটার রিডিংয়ে, এবং প্রযুক্তিগত সমস্যার কারণে ব্যবহারকারীদের ভোগান্তির শিকার হতে হচ্ছে।

এই প্রেক্ষাপটে, রাজ্য সরকারের পক্ষ থেকে এসব আপত্তিকে একরকম অগ্রাহ্য করেই স্মার্ট মিটার প্রকল্প চালিয়ে যাওয়া হচ্ছে। মঙ্গলবার থেকে রাজ্যের রাজধানী আগরতলায় বিভিন্ন এলাকায় নতুন করে স্মার্ট মিটার বসানোর কাজ শুরু হয়েছে। প্রকল্পের সূচনালগ্নে, মুখ্যমন্ত্রী, বিদ্যুৎ মন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্যদের বাসভবনে এই মিটার বসানোর মাধ্যমে সরকার একটি বার্তা দেওয়ার চেষ্টা করছে—এই ব্যবস্থা শুধুমাত্র সাধারণ মানুষের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে না, বরং সরকার নিজেও এর আওতায় আসছে।

তবে প্রশ্ন উঠছে, মন্ত্রী বা প্রশাসনের পক্ষ থেকে ভোক্তাদের অভিযোগের বিষয়ে নির্দিষ্টভাবে কিছু বলা হচ্ছে না কেন। বিভিন্ন এলাকায় গ্রাহকরা অভিযোগ করছেন, স্মার্ট মিটার বসানোর পর অল্প ব্যবহারের পরও বেশি বিল আসছে, হঠাৎ করে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এবং অনেক সময় মিটারের রিডিং ভুল দেখাচ্ছে। এসব সমস্যার কোনোটিই মন্ত্রীর বক্তব্যে স্থান পায়নি।

সরকারের সাম্প্রতিক পদক্ষেপ থেকে স্পষ্ট, রাজ্যের সর্বত্র স্মার্ট মিটার বাধ্যতামূলকভাবে চালু করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। অর্থাৎ, বিদ্যুৎ দপ্তর এখন ভোক্তাদের আপত্তির জায়গা থেকে না দেখে এই প্রকল্পকে ভবিষ্যতের ‘মানবিক উন্নয়ন’-এর অংশ হিসেবে উপস্থাপন করছে।

যদিও প্রযুক্তির অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে স্মার্ট মিটার একটি যুগোপযোগী পদক্ষেপ হতে পারে, তবে জনগণের উদ্বেগ ও অভিযোগকে যদি গুরুত্ব না দেওয়া হয়, তাহলে এই প্রকল্প ভবিষ্যতে সরকার ও জনগণের মধ্যে বিশ্বাসঘাটির কারণ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

For All Latest Updates

ভিডিও