খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Sunday, 21 December 2025 - 07:19 AM
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫ - ০৭:১৯ পূর্বাহ্ণ

Tripura SIR News : এসআইআর-এর ভয়ে ফেরার পথে ধরা পড়ল ৭ বছরের অবৈধ অনুপ্রবেশকারী

Tripura SIR News
1 minute read

Tripura SIR News : ত্রিপুরা রাজ্যে এখনও পর্যন্ত নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এসআইআর ঘোষণার কথা জানায়নি। তবুও প্রশাসনিক মহলে ধারণা, যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া নীরবে শুরু হয়ে গেছে। এই আশঙ্কাতেই বহু অবৈধ অনুপ্রবেশকারী নিজেদের নিরাপদ মনে না করে সীমান্ত পেরিয়ে দেশত্যাগের চেষ্টা শুরু করেছে। পশ্চিমবঙ্গে এসআইআর কার্যকর হওয়ার পর সেখান থেকেও বহু অনুপ্রবেশকারী হঠাৎ অন্তর্ধান হয়েছে বলে গোয়েন্দা সূত্রে জানা যাচ্ছে।

এই প্রেক্ষাপটেই ত্রিপুরা সীমান্তে বিএসএফের হাতে ধরা পড়ে এক বাংলাদেশি অনুপ্রবেশকারী। রবিবার রাত প্রায় দশটা নাগাদ প্রহরমুড়া এলাকার সীমান্তপথ দিয়ে বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছিলেন আবুল হোসেন নামে এক ব্যক্তি। দীর্ঘ সাত বছর ধরে তিনি ত্রিপুরায় অবৈধভাবে বসবাস করলেও এবার ফেরার পথেই ধরা পড়ে যান। টহলরত বিএসএফ জওয়ানরা আচরণগত সন্দেহ থেকে তাকে আটকে জিজ্ঞাসাবাদ করলে তার পরিচয় প্রকাশ পায়।

সোমবার তাকে খোয়াই থানায় হস্তান্তর করা হয়। সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, অবৈধভাবে ভারতে প্রবেশের পর বিভিন্ন স্থানে শ্রমিকের কাজ করেই এতদিন দিন কাটিয়েছেন। স্থানীয় পুলিশ সূত্রের খবর, বিদেশি নাগরিক আইন অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রশাসন ও গোয়েন্দা মহল মনে করছে, এ ঘটনা কোনো বিচ্ছিন্ন উদাহরণ নয়। রাজ্যের বিভিন্ন এলাকায় আরও বহু বিদেশি নাগরিক গোপনে বসবাস করছে বলে ধারণা। গোয়েন্দা সংস্থা ও নিরাপত্তা বাহিনী যদি সমন্বিতভাবে নজরদারি জোরদার করে, তবে শিগগিরই আরো অনেক অনুপ্রবেশকারী ধরা পড়তে পারে।

ত্রিপুরায় ধরা পড়া অনুপ্রবেশকারীর ঘটনাটি প্রশাসনের নজরদারির গুরুত্ব নতুন করে সামনে এনেছে। এসআইআর নিয়ে জল্পনা চললেও বাস্তবে সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও বসবাস যে বহুকাল ধরে চলছিল, তা আবারও স্পষ্ট হয়ে গেল। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নজরদারি জোরদার করলে এ ধরনের আরও বহু ব্যক্তি ধরা পড়বে বলে প্রশাসন মনে করছে। সামগ্রিকভাবে, নিরাপত্তা ব্যবস্থার কঠোরতা বাড়ানোই এখন রাজ্যের প্রধান প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে।

For All Latest Updates

ভিডিও