Tripura Rising Talent Sneha : ত্রিপুরার ছোট্ট সংগীত প্রতিভা স্নেহা—যে কণ্ঠস্বর একবার শুনলে ভুলে থাকা যায় না—এবার ছুঁয়ে দিল আরও এক সাফল্যের শিখর।”
ত্রিপুরার থেকে উঠে আসা এই ক্ষুদে শিল্পী, বয়সে ছোট হলেও গানের জাদুতে মুগ্ধ করেছে হাজারো মানুষকে। জি টিভির জনপ্রিয় সঙ্গীত প্রতিযোগিতা সারেগামাপা-এর মঞ্চ থেকে প্রথম আলোচনায় আসেন স্নেহা। সেই মঞ্চে তার সুরেলা কণ্ঠ, নিখুঁত তাল এবং আবেগময় উপস্থাপনায় শুধু বিচারকরাই নয়, দর্শকরাও মুগ্ধ হয়েছিলেন।
এরপর রাজ্যে ফিরে আসার পর একের পর এক সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়ে মঞ্চ কাঁপিয়েছেন স্নেহা।
এবার স্নেহার কেরিয়ারে যুক্ত হলো আরও এক স্বর্ণাক্ষরে লেখা অধ্যায়। আকাশ৮ চ্যানেলের আয়োজিত আকাশে Superstars প্রতিযোগিতায় সেরার শিরোপা জিতে নিয়েছে সে । প্রতিযোগিতায় তার গাওয়া একের পর এক গান সামাজিক মাধ্যমে ভাইরাল। এছাড়া ও ফাইনাল রাউন্ডে তার গাওয়া গান সামাজিক মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম—সব জায়গায় ছড়িয়ে পড়ে সেই সুরেলা পরিবেশনা।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ শুভেচ্ছা জানাচ্ছেন এই ত্রিপুরার কন্যাকে।
স্নেহার এই যাত্রা প্রমাণ করে, প্রতিভা ও পরিশ্রম থাকলে কোনও ছোট শহর বা সীমান্ত গ্রাম স্বপ্নকে আটকে রাখতে পারে না। আকাশ৮-এর মঞ্চ থেকে দেশের প্রতিটি ঘরে পৌঁছে যাওয়া এই সুরের গল্প আজ প্রেরণা হয়ে উঠেছে হাজারো স্বপ্নবাজের জন্য।