খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Saturday, 20 December 2025 - 10:03 PM
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫ - ১০:০৩ অপরাহ্ণ

Tripura Pump Water News : পাম্প আছে, জল নেই—১৫ বছর ধরে দুর্ভোগে দক্ষিণ ধুমাছড়ার কৃষকরা

Tripura Pump Water News
1 minute read

Tripura Pump Water News : ধলাই জেলার লংতরাইভ্যালী মহকুমার অন্তর্গত দক্ষিণ ধুমাছড়া এলাকায় চরম জল সংকটে ভুগছেন স্থানীয় কৃষকরা। এলাকায় একটি জলের পাম্প মেশিন থাকলেও দীর্ঘদিন ধরে তা অকেজো হয়ে পড়ে থাকায় কৃষিকাজ কার্যত বন্ধের মুখে। অভিযোগ, প্রায় ১৫ বছর আগে কৃষকদের স্বার্থে ওই পাম্প মেশিনটি স্থাপন করা হলেও আজ পর্যন্ত সেটি সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট দপ্তর।

স্থানীয় কৃষকদের দাবি, রাজ্যের কৃষি মন্ত্রী প্রতিনিয়ত কৃষকদের কল্যাণে কাজ করছেন বলে প্রচার থাকলেও বাস্তবে এই এলাকার কৃষকরা আজও ন্যূনতম জলের সুবিধা থেকে বঞ্চিত। ডিডব্লিউএস দপ্তরের চরম উদাসীনতার কারণেই এই সমস্যা দীর্ঘদিন ধরে চলতে থাকছে বলে অভিযোগ তুলেছেন তারা। একাধিকবার দপ্তরের আধিকারিকদের বিষয়টি জানানো হলেও কোনো ফল মেলেনি।

জলের অভাবে জমিতে পর্যাপ্ত সেচ দিতে না পারায় ফসল উৎপাদনে মারাত্মক প্রভাব পড়ছে। এর ফলে এলাকার দরিদ্র কৃষক পরিবারগুলোর আর্থিক অবস্থা আরও সংকটজনক হয়ে উঠছে। চাষবাস বন্ধ হয়ে যাওয়ায় অনেকেই বিকল্প জীবিকার সন্ধানে বাধ্য হচ্ছেন।

রবিবার দুপুরে সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভ উগরে দেন স্থানীয় কৃষকরা। তারা সরকারের কাছে একটাই দাবি জানান—দ্রুত ওই পাম্প মেশিনটি সংস্কার করে তাদের চাষের জমিতে নিয়মিত জলের ব্যবস্থা করা হোক। এখন দেখার, প্রশাসন কবে ঘুম ভাঙিয়ে এই দীর্ঘদিনের সমস্যার সমাধানে উদ্যোগী হয়।

কৃষকদের স্বার্থরক্ষার কথা বলা হলেও বাস্তবে দক্ষিণ ধুমাছড়ার মতো প্রত্যন্ত এলাকায় বছরের পর বছর ধরে অকেজো পাম্প মেশিন সংস্কারে ব্যর্থতা সরকারের প্রশাসনিক উদাসীনতা ও উন্নয়নমূলক প্রতিশ্রুতির ফাঁকফোকরকেই স্পষ্টভাবে তুলে ধরছে।

দীর্ঘ ১৫ বছর ধরে অকেজো হয়ে পড়ে থাকা একটি পাম্প মেশিন শুধু একটি যান্ত্রিক ত্রুটি নয়, বরং তা প্রশাসনিক অবহেলা ও পরিকল্পনার অভাবের প্রতীক। জল ছাড়া কৃষি অসম্ভব—এই বাস্তব সত্য উপেক্ষা করে রেখে দক্ষিণ ধুমাছড়ার কৃষকদের ভবিষ্যৎ অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া হয়েছে। দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে কৃষি ও কৃষকের অস্তিত্বই প্রশ্নের মুখে পড়বে। তাই এখনই প্রয়োজন দায়িত্বশীল পদক্ষেপ ও কার্যকর উদ্যোগ।

For All Latest Updates

ভিডিও