খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Saturday, 24 January 2026 - 07:46 PM
শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬ - ০৭:৪৬ অপরাহ্ণ

Tripura NDPS News : নেশা বিরোধী অভিযানে বড় সাফল্য ত্রিপুরা পুলিশের, উদ্ধার বিপুল পরিমাণ মাদক

Tripura NDPS News
1 minute read

Tripura NDPS News : ত্রিপুরায় নেশা বিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে ত্রিপুরা পুলিশ। মঙ্গলবার আগরতলা ত্রিপুরা পুলিশ হেডকোয়ার্টারে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে রাজ্যের বিভিন্ন জেলায় পরিচালিত সাম্প্রতিক বিশেষ অভিযানগুলির বিস্তারিত তুলে ধরেন ত্রিপুরা পুলিশের এআইজিপি রণধীর দেববর্মা।

তিনি জানান, গত ১৫ ডিসেম্বর গোপন সূত্রের ভিত্তিতে ত্রিপুরার তিনটি জেলা—উত্তর জেলা, ঊনকোটি জেলা ও ধলাই জেলায় একযোগে বিশেষ নেশা বিরোধী অভিযান চালানো হয়। এই অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও হেরোইন উদ্ধার করা হয়েছে এবং মোট নয়জনকে আটক করা হয়েছে, যার মধ্যে বেশ কয়েকজন মহিলা রয়েছেন।

এআইজিপি জানান, উত্তর জেলায় পরিচালিত অভিযানে ৪৪ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় ২ কোটি ৫০ লক্ষ টাকা। এই ঘটনায় তিনজন মহিলাকে আটক করা হয়েছে। অভিযানের পর ধর্মনগর থানায় এনডিপিএস অ্যাক্টে একটি মামলা রুজু করা হয়েছে।

অন্যদিকে ঊনকোটি জেলায় পরিচালিত দ্বিতীয় অভিযানে ২৬ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি ৫০ লক্ষ টাকা। এই অভিযানে একজন মহিলাকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

তৃতীয় অভিযানটি চালানো হয় ধলাই জেলায়। সেখানে বিপুল পরিমাণ হেরোইন ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। সিজার প্রক্রিয়া এখনো চলমান রয়েছে। এই অভিযানে মোট পাঁচজনকে আটক করেছে পুলিশ।

এআইজিপি রণধীর দেববর্মা জানান, ত্রিপুরাকে নেশামুক্ত করার লক্ষ্যে পুলিশ প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং আগামী দিনেও এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে। মাদক পাচারকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।

For All Latest Updates

ভিডিও