খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Saturday, 30 August 2025 - 04:53 AM
শনিবার, ৩০ আগস্ট ২০২৫ - ০৪:৫৩ পূর্বাহ্ণ

Tripura Nalchar CPIM : ত্রিপুরায় ভাঙন শুরু শাসক বিজেপিতে! সিপিআইএমে যোগ দিচ্ছেন একের পর এক কর্মী-সমর্থক

Tripura Nalchar CPIM
1 minute read

Tripura Nalchar CPIM : নলছড় বিধানসভা এলাকার নকশাপাড়ায় রাজনৈতিক পট পরিবর্তন — বিজেপি ছেড়ে সিপিআইএম-এ যোগ দিলেন প্রেমোজিত দাস ও তাঁর পরিবার।

সোনামুড়ার নলছড় বিধানসভা কেন্দ্রের নকশাপাড়া এলাকায় রাজনৈতিক সমীকরণে বড় রদবদল ঘটেছে। এই এলাকার বাসিন্দা ও ১ নম্বর বুথের প্রাক্তন পৃষ্ঠা প্রমুখ প্রেমোজিত দাস তাঁর পরিবার-সহ বিজেপি দল থেকে আনুষ্ঠানিকভাবে সরে এসে সিপিআইএম-এ যোগদান করেছেন। শুধু তাই নয়, উনি এবং তাঁর পরিবারের ছয়জন ভোটার একযোগে ভবিষ্যতে সিপিআইএমের হয়ে কাজ করবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছেন।

স্থানীয় সিপিআইএম নেতৃত্বের উপস্থিতিতে প্রেমোজিত বাবুর বাড়িতে এক ঘন্টার এক ঘরোয়া সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন সিপিআইএম সোনামুড়া মহকুমা সম্পাদক মন্ডলীর সদস্য তপন দাস, উপজাতি যুব নেতা খরান ত্রিপুরা, সুবল দেবনাথ, শিবানন্দ লোধ ও বানি সিং দেববর্মা। তাঁরা যৌথভাবে নবাগতদের হাতে সিপিআইএমের দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান।

প্রেমোজিত দাস জানান, একসময় নানা প্রতিশ্রুতিতে আশ্বস্ত হয়ে বিজেপির হয়ে কাজ করেছিলেন, কিন্তু সময়ের সঙ্গে দলের ভেতরের বাস্তবতা এবং প্রতিশ্রুতির খোলস ফাঁস হয়ে যায়। ফলে দলে থেকে আর মন থেকে কাজ করা সম্ভব হচ্ছিল না। তাই পরিবার-সহ বিকল্প রাজনৈতিক দিশা হিসেবে সিপিআইএম-কে বেছে নিয়েছেন।

এই ঘটনাকে ঘিরে নকশাপাড়ায় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সিপিআইএমের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের আরও একাধিক পরিবার শীঘ্রই বিজেপি ত্যাগ করে তাঁদের দলে যোগ দিতে চলেছে। পরিস্থিতি ক্রমেই নতুন মোড় নিচ্ছে — এখন শুধুই সময়ের অপেক্ষা।

For All Latest Updates

ভিডিও