খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Thursday, 27 November 2025 - 01:26 AM
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫ - ০১:২৬ পূর্বাহ্ণ

Tripura Model Sayantika Nath : ছোট্ট ত্রিপুরা থেকে সুদূর দক্ষিনী চলচ্চিত্রের জগতে সায়ন্তিকা নাথ

Tripura Model Sayantika Nath
1 minute read

Tripura Model Sayantika Nath : ত্রিপুরা, ছোট্ট পার্বত্য রাজ্য হলেও শিল্প ও মেধায় পরিপূর্ণ এ রাজ্যের ছেলে মেয়েরা। শহর থেকে গ্রাম, অলিতে গলিতে বহু মেধা বেঁচে আছে এ রাজ্যে। কেউ কেউ নিজের কঠোর পরিশ্রম দিয়ে পরিচিতি পায় , কেউ আবার হাড়িয়ে যায়। তবে সকল প্রতিকূলতা কে হাড় মানিয়ে যারা নিজের পরিচিতি তৈরি করতে পারে যুগ যুগ ধরে সবাই তাদের কে মনে রাখে।

ত্রিপুরার এমনই এক শিল্পী তথা আর্টিস্ট হলেন সায়ন্তিকা নাথ। মধ্য বিত্ত পরিবারের মেয়ে সায়ন্তিকার অদম্য ইচ্ছে শক্তির দৌলতে আজ সে ভারতের দক্ষিনী চলচ্চিত্রের জগতে এক উদীয়মান নাম।

ত্রিপুরার মোহনপুরের বাসিন্দা শ্রী তাপস নাথ ও শ্রীমতী তনুশ্রী বর্ধন নাথ এর এক মাত্র কন্যা সায়ন্তিকা নাথ। অত্যন্ত শান্ত, নম্র স্বভাবী সায়ন্তিকা বরাবরই তাঁর মা বাবা ও পরিজন দের আদুরে। ২০০২ সালের ২৪শে জানুয়ারি তাঁর জন্ম। প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি অব্দি তারাপুর স্কুলে পড়াশুনা করার পর মোহনপুর এইচ এস স্কুল থেকে দ্বাদশ শ্রেণীর পরীক্ষা সম্পন্ন করে সায়ন্তিকা। এর পর ২০২৫ সালে স্নাতক সম্পন্ন করেন সায়ন্তিকা।

ছোটবেলা থেকেই পড়াশুনার পাশাপাশি নৃত্য শিল্পের সাথে তাঁর পরিচিতি। কত্থক ও ভারত নাট্যম নৃত্য শিল্পে পারদর্শিতা লাভ করে সায়ন্তিকা। তাঁর পাশপাশি সিনেমার প্রতি ছিল তাঁর অসীম ঝোঁক। অভিনেতা অভিনেত্রীদের কে টিভি তে দেখেই তাদের মতো হয়ে উঠার স্পৃহা দিনে দিনে তাঁর ভেতরে আরও বেশি পরিমাণে জেগে উঠে। সেই থেকেই তাঁর অভিনেত্রী হয়ে উঠার স্বপ্ন দেখা।

২০১৯ সালে প্রথম মডেলিং জগতে তাঁর পদার্পণ। আর প্রথম শো তেই বাজীমাৎ। এর পর বহু বিউটি প্যাজেন্ট এর খেতাব সায়ন্তিকার ঝুলিতে এসে পরে। এর পর এক এক করে বিভিন্ন এড শুট , ব্র্যান্ডিং এর কাজ পায় সায়ন্তিকা।

আপন খেয়ালী সায়ন্তিকা ইনস্টাগ্রামে একটিভ থাকতো খুব বেশি। সোশ্যাল মিডিয়া তাকে তাঁর সাফল্য কে দারুন ভাবে প্রাধান্য দিয়েছে। আর একই ভাবে এই সোশ্যাল মিডিয়াই তাকে সিনেমার জগতে যাওয়ার সুযোগ ও করে দিয়েছে।

রাজ্য সহ বহিঃরাজ্যে ও বড় বড় ব্র্যান্ড এর জন্যে কাজ করেছেন সায়ন্তিকা। তারই মধ্যে ২০২১ সালে এনআরসি নিয়ে একটি ছবি তৈরি হয় যার নাম ছিল “ Noise of Silence” । আর সেই ছবিতে একটি গুরত্বপুরন রোলে কাজ করার সুযোগ পায় সায়ন্তিকা।

এর পর বেশ অনেকটা সময়ের জন্যে সায়ন্তিকা কে বিশেষ কোনো বড় প্রজেক্টে দেখা যায়নি। এর কারণ স্বরূপ তিনি জানান , যে তাঁর বেশিরভাগ কাজই হতো রাজ্যের বাইরে। তাছাড়া বিশেষ কোনো ছবি উনি এর মাঝে করেন নি। কিন্তু অবশেষে একটি বড় প্রোজেক্টের জন্যে সায়ন্তিকা কে বাছাই করা হয়।

দক্ষিন চলচ্চিত্র জগতের একটি সিনেমার জন্যে ডাক পান সায়ন্তিকা। সম্প্রতি ১লা আগস্ট দক্ষিনী সিনেমার বড় পর্দায় মুক্তি পাওয়া “Accused” নামক ছবিতে কাজ করেছেন সায়ন্তিকা। দক্ষিনী তারকাদের বড় মাপের অভিনেতা রা এই ছবিতে কাজ করেছেন। সেই তাদের সাথেই জুটি ছিল সায়ন্তিকা নাথ এর ও। আর এটাই তাঁর জীবনের একটি বড় সাফল্য হিসেবেই মনে করেন তিনি।

এই সিনেমার পর বর্তমানে সায়ন্তিকা রাজ্যে বহিঃরাজ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছেন বটে। তবে আগামী দিনে তিনি আরও বড় প্ল্যাটফর্মে কাজ করার জন্যে আগ্রহী। উনি আমাদের সাথে নিজের অভিজ্ঞতা ভাগ করে নিতে গিয়ে জানান, দক্ষিনী চলচ্চিত্রে কাজ করার তাঁর জীবনের সব চাইতে ভালো অভিজ্ঞতার মধ্যে একটি। উনি আরও তামিল ছবি তে কাজ করতে চান ।

বলিওড নিয়ে উনার প্রতিক্রিয়া জানতে চাইলে উনি জানান, ত্রিপুরার মতো একটি ছোট্ট পার্বত্য রাজ্য থেকে গিয়ে বলিওডে কাজ করতে পারাটা সত্যিই ভাগ্যের বিষয়। তবে সুযোগ পেলে তিনি অবশ্যই করবেন।

সায়ন্তিকা নাথ রাজ্যের উদীয়মান শিল্পী দের মধ্যে একজন। নিজের অদম্য সাহস এবং অবশ্যই মা বাবার সহযোগিতা ও ভালোবাসা কে আঁকড়ে ধরে সায়ন্তিকা যেভাবে এগিয়ে চলেছেন তা কুর্নিশ প্রাপ্য এবং প্রতিটি মেয়ের কাছে অনুপ্রেরণার বিষয়।

For All Latest Updates

ভিডিও