Tripura job fair 2024
রাজ্যের বেকারত্ব কমাতে এবং সুযোগ্য শিক্ষিত যুবক যুবতীদের বিভিন্ন বেসরকারি সংস্থায় চাকরির সুযোগ করে দিতে প্রতি বছরই বেশ কিছু বেসরকারি সংস্থার যৌথ উদ্যোগে রাজধানীতে চাকরি মেলার আয়োজন হয়ে থাকে। এ বছর ডিরেক্টোরেট অফ এমপ্লয়মেন্ট সার্ভিস এন্ড ম্যান পাওয়ার প্লেনিং এর উদ্যোগে রাজধানী আগরতলা স্থিত শ্রম ভবনে চাকরি মেলার আয়োজন করা হয়েছে। সকাল ১১ টা থেকে ভবনের বাইরে শত শত শিক্ষিত যুবক যুবতীদের লাইন চোখে পরেছে। এদিনের এই জব ফেয়ারে ইন্টার্ভিউ গ্রহন প্রক্রিয়া চলেছে বিকেল ৫টা অব্দি।
এই চাকরি মেলায় মুলত প্রায় ৯টি ভিন্ন ভিন্ন পদে ৭৪টি শূন্য পদ পুরনের তালিকা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে , জিও পয়েন্ট ম্যানেজার (৫ টি) , জিও পয়েন্ট এসিস্টেন্ট ম্যানেজার (৫টি) , হোম সেলস অফিসার(১০টি) , মার্কেটিং এক্সিকিউটিভ(১০টি) , টেলিকলার(১০টি) , একাউন্টেন্ট(২টি) , ফিজিক্যাল মার্কেটিং (২টি) , ড্রাইভার(২০টি) , স্টোর সেলস এসসিয়েটিভ (১০টি)।
প্রতিটি পদের ক্ষেত্রে আলাদা আলাদা বেতন স্কেল ও চার্টে উল্লিখিত রয়েছে। বয়সের সময় সীমা বেধে দেওয়া হয়েছে ১৮ থেকে ৩২ অব্দি। যদিও কিছু কিছু পদের ক্ষেত্রে তার বেশি বা কম ও হতে পারে।
এদিনের এই জব ফেয়ারে বেকার শিক্ষিত দের অগণিত ভিড় দেখে একটা বিষয় স্পষ্ট যে রাজ্যে এখন প্রচুর পরিমানে বেকারত্বের সমস্যা রয়েছে। বিগত ১০ বছর এর মোদী সরকার কিংবা ত্রিপুরায় বিগত ৬ বছরের বিজেপি সরকার থাকাকালীন বেকারত্বের সমস্যা সেভাবে কমতে দেখা যায়নি। বরং তা ক্রমশই ঊর্ব্ভমুখী বলেই দাবি করছে খোদ শিক্ষিত সমাজ।
তবে এক্ষেত্রে এধরনের চাকরি মেলা গুলি যথেষ্ট সহায়ক বলে আগেও বিবেচিত হয়েছে। কেননা এর মধ্যে দিয়ে বহু বেকার যুবক যুবতীরা আয়ের পথ পেয়েছেন। প্রত্যেক বছরই এধরনের চাকরি মেলার মধ্যে দিয়ে অনেকেই বিভিন্ন বেসরকারি সংস্থা গুলিতে চাকরি পাচ্ছেন। যা অত্যন্ত প্রশংসনীয়।