Tripura Jampuijala News : আশারামবাড়ির ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের বিজেপির কর্মসূচিতে হামলা। এবার ঘটনাস্থল জম্পুইজলা। শনিবার সেখানে বিজেপি-র বাজারসভা চলাকালীন একদল দুষ্কৃতিকারী আচমকা আক্রমণ চালায়, যার জেরে গুরুতর আহত হন একাধিক বিজেপি কর্মী। বর্তমানে আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।
ঘটনার পর বিজেপি নেতা বিপিন দেববর্মা জানান, আগামী ৯ আগস্ট আগরতলায় নির্ধারিত জনজাতি সমাবেশকে ঘিরে রাজ্যের বিভিন্ন মন্ডলে প্রস্তুতি সভা চলছে। সেই ধারাবাহিকতায় শনিবার জম্পুইজলার টাকারজলা মন্ডলে একটি বাজার সভা অনুষ্ঠিত হচ্ছিল বিজেপি জনজাতি মোর্চার উদ্যোগে। অভিযোগ, সভাস্থলে পৌঁছানো বিজেপি সমর্থকদের লক্ষ্য করে হামলা চালায় দুষ্কৃতিকারীরা।
বিপিন দেববর্মা আরও দাবি করেন, জম্পুইজলার বিভিন্ন অঞ্চলে বিজেপির কর্মসূচিতে ইচ্ছাকৃতভাবে বাধা সৃষ্টি করা হচ্ছে। নাম না করেই তিনি এই ঘটনার জন্য তিপ্রা মথা দলকে দায়ী করেন। তাঁর বক্তব্য, “এডিসি এলাকায় বিজেপির যেকোনো কর্মসূচিতে পরিকল্পিতভাবে বাধা দেওয়া হচ্ছে, হামলা চালানো হচ্ছে।” তিনি ঘটনার তীব্র নিন্দা জানান।
প্রসঙ্গত, গত রবিবারও আশারামবাড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’ শ্রবণ অনুষ্ঠানে হামলার অভিযোগ ওঠে। সেখানেও তিপ্রা মথার নাম উঠে আসে অভিযোগের তালিকায়। এক সপ্তাহের ব্যবধানে ফের একই ধরনের হামলার ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
বর্তমানে জম্পুইজলা ও সংলগ্ন এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। নিরাপত্তার দিক থেকে জেলা প্রশাসন সর্বোচ্চ সতর্কতায় রয়েছে বলে জানা গিয়েছে।