খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Wednesday, 10 September 2025 - 10:20 PM
বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫ - ১০:২০ অপরাহ্ণ

Tripura Ganamukti Parishad : ত্রিপুরায় দুর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে গর্জে উঠল বেতাগা অঞ্চল সম্মেলন

Tripura Ganamukti Parishad
1 minute read

Tripura Ganamukti Parishad : রতনমুনি মতু মগ পাড়ায় চেলাফ্রু মগ মঞ্চে অনুষ্ঠিত হল ত্রিপুরা রাজ্য গণমুক্তি পরিষদের (জিএমপি) ১৩তম বেতাগা অঞ্চল সম্মেলন। সকালে পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিপিআই(এম) পলিটব্যুরোর সদস্য জীতেন্দ্র চৌধুরী।

মোট ১৬২ জন প্রতিনিধি উপস্থিত থেকে সম্মেলনের কার্যক্রমে অংশ নেন। সম্মেলনের শুরুতেই শোক প্রস্তাব পাঠ করেন ক্যখইয়ু মগ। শাসক দল সমর্থিত দুষ্কৃতীদের নানাবিধ বাধা সত্ত্বেও স্থানীয় নেতৃত্ব দৃঢ় প্রত্যয়ে এই সম্মেলন সফল করার প্রতিশ্রুতি দেন।

বক্তারা বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে বলেন— “ত্রিপুরায় উন্নয়নের নামে যে দুর্নীতির খেল চলছে, তা মানুষ আর মেনে নেবে না।”আরো অভিযোগ করেন, বিজেপি সরকার ক্ষমতায় এসে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে রাস্তাঘাট, স্বাস্থ্য, শিক্ষা—সব ক্ষেত্রেই চরম অবহেলা চলছে।

উদ্বোধনী বক্তব্যে জিএমপি নেতা সাথৈই মগও একই সুরে বিজেপি সরকারের সমালোচনা করেন। তিনি বলেন, “মানুষ উন্নয়নের আশায় ভোট দিয়েছিল, কিন্তু বিনিময়ে পেয়েছে দুর্নীতি, ভাঙাচোরা রাস্তা আর জনদুর্ভোগ।”

স্থানীয় জনগণ আশা করছে, এই সম্মেলনের বার্তা তৃণমূল পর্যায়ে পৌঁছাবে এবং ত্রিপুরার রাজনৈতিক পরিবর্তনের জন্য এটি নতুন উদ্দীপনা জোগাবে।

For All Latest Updates

ভিডিও