খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Saturday, 26 July 2025 - 03:42 AM
শনিবার, ২৬ জুলাই ২০২৫ - ০৩:৪২ পূর্বাহ্ণ

Tripura Cpim Relly : ত্রিপুরা মৎস্যজীবী ইউনিয়নের ১৩ দফা দাবিতে রাজভবন অভিযান

Tripura Cpim Relly
1 minute read

Tripura Cpim Relly : ত্রিপুরা মৎস্যজীবী ইউনিয়নের ডাকে আজ অনুষ্ঠিত হলো রাজভবন অভিযানের এক বৃহৎ কর্মসূচি। মোট ১৩ দফা দাবি নিয়ে এদিন রাজধানী আগরতলার প্যারাডাইস চৌমুহনি থেকে শুরু হয় বাম নেতৃত্বাধীন মিছিল। মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে রাজভবনের দিকে এগোতে থাকলে সার্কিট হাউস এলাকায় পুলিশি বাধায় তা থেমে যায়। এরপর সেখানেই এক প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়।

এই আন্দোলনে সামিল হন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, বিরোধী দলনেতা ও সিপিআই(এম) পলিটব্যুরো সদস্য জীতেন্দ্র চৌধুরী, তপশিলি জাতি সমন্বয় সমিতির রাজ্য সম্পাদক সুধন দাস, প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক সহ একাধিক বামপন্থী নেতা ও কর্মী-সমর্থক।

সভায় বক্তব্য রাখতে গিয়ে সুধন দাস জানান, বর্তমান বিজেপি নেতৃত্বাধীন সরকার মৎস্যজীবীদের স্বার্থবিরোধী নীতির মাধ্যমে তাদের জীবন-জীবিকাকে বিপন্ন করে তুলছে। তাঁর অভিযোগ, রাজ্যের সরকারি জলাশয়গুলিকে ধাপে ধাপে বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হচ্ছে, যার ফলে প্রকৃত মৎস্যজীবীরা বঞ্চিত হচ্ছেন।

তিনি বলেন, “বাম সরকার যে সময়ে ডম্বুর জলাশয়সহ বিভিন্ন জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত করেছিল, আজ তা ধ্বংস করে দেওয়া হয়েছে। এখন রুদ্রসাগর জলাশয়কেও বেসরকারি করার চেষ্টা চলছে।”

সুধন দাসের দাবি, কেন্দ্রীয় সরকারের নীতির ফলেই দেশের দুই কোটিরও বেশি মৎস্যজীবী আজ সংকটে পড়েছেন। দেশীয় উৎপাদনকারীদের বদলে বিদেশী মৎস্য রপ্তানিকারকদের মদত দেওয়া হচ্ছে, যা জাতীয় স্বার্থবিরোধী।

১৩ দফা দাবি গুলি হল –
১. মৎস্যজীবীদের জন্য গৃহ নির্মাণ প্রকল্পে ৫ লক্ষ টাকা অর্থ বরাদ্দ করতে হবে।
২. ফেরিওয়ালা মৎস্য বিক্রেতাদের আধুনিক সরঞ্জাম এবং বিনাশর্তে ঋণের ব্যবস্থা করতে হবে।
৩. মৎস্য ব্যবসায় যুক্ত শ্রমিকদের ন্যায্য মজুরি ও সাপ্তাহিক ছুটি নিশ্চিত করতে হবে।
৪. প্রত্যেক মহকুমায় আধুনিক মাছ বাজার ও পোনা বিক্রয় কেন্দ্র স্থাপন করতে হবে।
৫. মৎস্যজীবী ভাতা ৫,০০০ টাকা করতে হবে এবং যাদের বন্ধ হয়েছে তা পুনরায় চালু করতে হবে।
৬. গরিব পরিবারকে মাসে ১০ কেজি করে বিনামূল্যে চাল দিতে হবে।
৭. ছাত্রছাত্রীদের স্টাইপেন্ড বৃদ্ধি ও শিক্ষার বেসরকারিকরণ বন্ধ করতে হবে।
৮. দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে ১৪টি নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ন্যায্যমূল্যের দোকানের মাধ্যমে সরবরাহ করতে হবে।
৯. সরকারি ও আধাসরকারি দপ্তরের শূন্যপদ পূরণ ও ১০৩২৩ চাকরিচ্যুতদের পুনর্নিয়োগ করতে হবে।
১০. বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্যজীবী ও কৃষকদের পর্যাপ্ত ক্ষতিপূরণ ও একটি করে চাকরি দিতে হবে।
১১. MGNREGA-তে বছরে ২০০ দিনের কাজ ও ৬০০ টাকা মজুরি নিশ্চিত করতে হবে।

এদিনের আন্দোলনে জনসাধারণের বিভিন্ন সমস্যা, যেমন বিদ্যুৎ সংকট, মূল্যবৃদ্ধি এবং চাকরির দাবিও উঠে আসে। বাম নেতৃত্ব জানান, এই সব দাবির প্রেক্ষিতে রাজ্য সরকার যদি অবিলম্বে ব্যবস্থা না নেয়, তাহলে আগামীতে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটা হবে।

For All Latest Updates

ভিডিও