Tripura Cpim News : আজ বিকেল ৪টায় বক্সনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কুলোবাড়ি গ্রাম পঞ্চায়েতের নমঃ পাড়ায় অনুষ্ঠিত এক রাজনৈতিক কর্মসূচিতে বিজেপি ছেড়ে সিপিআই(এম)-এ আনুষ্ঠানিকভাবে যোগ দেন ১০টি পরিবারে মোট ৪৫ জন ভোটার। কর্মসূচির আয়োজন করে ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতি।
নবাগত সদস্যদের হাতে লাল পতাকা তুলে দিয়ে তাঁদের দলে স্বাগত জানান সিপিআই(এম)-এর সোনামুড়া বিভাগীয় সম্পাদকমণ্ডলীর সদস্য ও নলচর বিধানসভার প্রাক্তন বিধায়ক তপন চন্দ্র দাস। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন নেতা নিত্যানন্দ বর্মন, শোভা মিয়া, কুলোবাড়ি অঞ্চল কমিটির সম্পাদক হুমায়ূন মিঞা, মহকুমা কমিটির সদস্য প্রিয়তম রুদ্র পাল, এবং ডিওয়াইএফআই রাজ্য কমিটির সদস্য মিজান হোসেন।
“মানুষ ফিরছে বিকল্প রাজনৈতিক আশ্রয়ে”
নেতারা তাদের বক্তব্যে বর্তমান বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করে জানান, গ্রামীণ ও সাধারণ মানুষের নিত্যদিনের সমস্যা যেমন কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য এবং ন্যায্য সুযোগ নিয়ে সরকার উদাসীন। সেই কারণেই মানুষ আগের মতো আবার বামপন্থী রাজনীতির ছায়াতলে ফিরে আসছেন বলে মনে করছেন তারা।
এই যোগদান শুধুমাত্র একটি রাজনৈতিক পরিবর্তনের দৃষ্টান্ত নয়, বরং এটি সাধারণ মানুষের ভেতরে বিকল্প রাজনীতির প্রতি বিশ্বাস ফিরে আসার নিদর্শন বলেও মন্তব্য করেন নেতৃবৃন্দ।
এদিনের কর্মসূচিতে স্থানীয় বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং নতুন যোগদানকারীদের উৎসাহ লক্ষ্য করে অনুষ্ঠানে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়।