খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Thursday, 13 November 2025 - 03:13 PM
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫ - ০৩:১৩ অপরাহ্ণ

Tripura Congress : অপটোমেট্রিক পরীক্ষায় ফের দুর্নীতির অভিযোগে যুব কংগ্রেসের ডেপুটেশন

Tripura Congress
1 minute read

Tripura Congress : অপটোমেট্রিক পরীক্ষাকে ঘিরে ফের একবার দুর্নীতির অভিযোগে সরগরম রাজ্য। সোমবার এই অভিযোগের প্রতিবাদে স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার কাছে ডেপুটেশন জমা দিল প্রদেশ যুব কংগ্রেস। সংগঠনের প্রতিনিধিরা জানান, এর আগেও ১৭ অক্টোবর তারা একই বিষয়ে অভিযোগ জানিয়েছিলেন, কিন্তু প্রশাসনের তরফে কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

যুব কংগ্রেসের অভিযোগ, ২০২৪ সালের অপটোমেট্রিক পরীক্ষায় ওএমআর শিটের বদলে সাধারণ সাদা কাগজে পরীক্ষা নেওয়া হয়েছিল, যা সম্পূর্ণ অস্বচ্ছ এবং দুর্নীতিপূর্ণ ছিল। তাঁদের আশঙ্কা, সেই একই ধরনের অনিয়ম চলতি বছরের পরীক্ষাতেও ঘটেছে। এবারে ৮৫টি পদে নিয়োগের জন্য পরীক্ষা নেওয়া হলেও, প্রশ্নপত্রে একাধিক অসঙ্গতি ও পুনরাবৃত্তির অভিযোগ উঠেছে।

এই পরিস্থিতিতে যুব কংগ্রেসের তরফে দাবি জানানো হয়েছে, পরীক্ষার সমস্ত প্রক্রিয়ার উপর নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত করা হোক। পাশাপাশি, প্রয়োজনে নতুন করে পরীক্ষা নেওয়ারও দাবি জানিয়েছে তারা। সংগঠনের বক্তব্য, “যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয়, তবে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব।”

তাদের মতে, সরকারি চাকরির নিয়োগে এমন দুর্নীতি ভবিষ্যৎ প্রজন্মের প্রতি অন্যায়। তাই স্বচ্ছতা ও জবাবদিহিতার দাবি জানিয়ে যুব কংগ্রেস সতর্কবার্তা দিয়েছে— এবার যদি প্রশাসন নড়েচড়ে না বসে, তবে রাস্তায় নামবে রাজ্যের তরুণ প্রজন্ম।

অপটোমেট্রিক পরীক্ষাকে ঘিরে এই অভিযোগ রাজ্যের প্রশাসনিক ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। যুব কংগ্রেসের দাবি, যোগ্য প্রার্থীদের ন্যায্য সুযোগ নিশ্চিত করতে সরকারকে দ্রুত তদন্ত শুরু করতে হবে। অন্যথায়, এই দুর্নীতি শুধু শিক্ষিত তরুণদের ভবিষ্যৎ নয়, সরকারি নিয়োগ ব্যবস্থার বিশ্বাসযোগ্যতাকেও গভীর সংকটে ফেলবে। তাই এখন দেখার, স্বাস্থ্য দপ্তর কত দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেয় এই অভিযোগের প্রেক্ষিতে।

For All Latest Updates

ভিডিও