Tripura Bilonia Badal Shil : কাণ্ড দেখুন। একদিকে মানুষের জীবন চলে গেল, আর ওদিকে টাকা ফেরত কেন পাচ্ছেন না , সেই নিয়ে মাথায় কুঠারাঘাত কিছু বিজেপি কর্মীর। কথা হচ্ছে বিলোনিয়ায় রাজনৈতিক সন্ত্রাসের বলি হওয়া বাদল শীলের শহীদান দিবস কে ঘিরে।
রবিবার বিলোনিয়ায় শহীদ বাদল শীলের শহীদান দিবসে অংশ নেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। আর সেখানেই এক দল বিজেপি সমর্থক মহিলা পুরুষ মিলে রোজ ভ্যালির টাকা চেয়ে মানিক সরকার কে তীব্র ভাষায় কটাক্ষ করতে থাকে।
শহীদ বাদল শীলের আত্মত্যাগের প্রথম বর্ষপূর্তিতে যেখানে একটা অংশ তার প্রতি, তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করতে ব্যস্ত , সেখানেই এক দল সুযোগ সন্ধ্যানি প্রাক্তন মুখ্যমন্ত্রী কে গো ব্যাক শ্লোগান দিয়ে তাদের পাওয়া টাকা চাইছে। মানবিকতা এবং নুন্যতম সাধারণ জ্ঞান এর বিলুপ্তি ঘটলে যা হয়, এমনটাই দাবী করছেন শুভ বুদ্ধি সম্পন্ন মহল।
এদিন কোনো রাজনৈতিক কর্মসূচী কিংবা বিক্ষোভ কর্মসূচী ছিল না বামেদের। তথাপি বিজেপি দলিয়দের এহেন আচরণ তীব্র নিন্দার ঝড় বয়ে এনেছে। তবে এদিন দলের বরিষ্ঠ নেতৃত্ব তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার আরও বলেন – “ আমরা বাদল শীলের শহীদ দিবস প্রতিপালনের জন্য মিলিত হয়েছি , চোখের জল ফেলবার জন্য নয়। “ চোখের জলকে প্রতিবাদ ও প্রতিরোধের বারুদে পরিনত করবার জন্যে আহ্বান জানান মানিক সরকার।
লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে মানুষের জীবনের মূল সমস্যা সমধানের লক্ষ্যেই বাদল শীল চিরকাল লড়াই করে গেছেন। অবশেষে এই দলের এক জন দায়িত্ববান কর্মী হয়ে দুষ্কৃতী দের বিনাশ কারী ষড়যন্ত্রের শিকার হয়ে আত্মবলিদান করেছেন তিনি। তার মৃত্যু হয়নি, তিনি শহীদ হয়েছেন লক্ষ লক্ষ মানুষের জন্যে। তার এই বলিদান যেন বৃথা না যায়।
যে লড়াই সংগঠিত করার চেষ্টা করতে গিয়ে বাদল শীল শহীদের মৃত্যু বরন করেছেন তার সেই লড়াই কে বৃথায় যেতে দেওয়া যাবে না। কেন খুন হয়েছেন বাদল শীল, কারা খুন করেছে তাকে – বিবেচনা করতে হবে। আর এই মাটিতে যেন কোনো বাদল শীলের হত্যাকারী বুক চিতিয়ে বিচরণ না করতে পারে সেদিকেও লক্ষ্য রাখবে রাজ্যের মানুষ।