Tripura Bengali News : নারী সুরক্ষা শুধুই প্রশাসনের দায়িত্ব নয়, প্রতিটি সাধারণ নাগরিকেরও দায়িত্ব রয়েছে এর প্রতি। ঘটনাটি ঘটেছে ত্রিপুরার ধর্মনগরগামী ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস ট্রেনে। চলন্ত ট্রেনেই এক যুবতীর সাথে ঘটে যায় এক অত্যন্ত লজ্জাজনক ঘটনা।
ঘটনাটি ঘটে চলন্ত ট্রেনের ভেতর। এক যুবতীকে দেখে সেই সময় এক ব্যক্তি—নাম মো: ইব্রাহিম, বাড়ি অমরপুর—তাঁর প্রতি অশালীন অঙ্গভঙ্গি করতে শুরু করে। শুধু তাই নয়, বিভিন্ন ভাবে অশালীন আচরণ করে মেয়েটিকে হেনস্থা করারও চেষ্টা করে।

চোখের সামনেই ঘটে চলছিল এক নারীর প্রতি যৌন হেনস্থার চেষ্টা। কিন্তু চুপ থাকেননি ট্রেনের যাত্রীরা। সাহসিকতার পরিচয় দিয়ে যাত্রীরা ওই ব্যক্তিকে পাকড়াও করেন, জুতোপেটা করেন এবং ট্রেন যখন ধর্মনগর স্টেশনে পৌঁছায়, তখন তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
এক প্রত্যক্ষদর্শী জানান ওই ব্যক্তি আচমকাই মেয়েটিকে লক্ষ্য করে অশালীন ব্যবহার শুরু করে। আমরা কেউ চুপ করে থাকতে পারিনি।
সহযাত্রীরা তাঁর সাহসিকতার পরিচয় দেন। ট্রেন থামার আগেই তাঁরা ইব্রাহিমকে ধরে ফেলেন, জুতোপেটা করেন, এবং ধর্মনগর স্টেশনে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই পুলিশের হাতে তুলে দেন।
তারা জানান ধর্মনগর রেলওয়ে পুলিশ অভিযুক্তকে আটক করে তদন্ত শুরু করেছে। এবং তাদের দাবি দ্রুত যেন অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হয়।
এই ঘটনা প্রমাণ করলো—নারী সুরক্ষা একা পুলিশের হাতে ছেড়ে দিলে চলবে না। সাধারণ মানুষের সচেতনতা, সাহসিকতা আর সম্মিলিত প্রতিরোধই পারে সমাজকে সুরক্ষিত রাখতে।