খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Sunday, 9 November 2025 - 08:26 PM
রবিবার, ৯ নভেম্বর ২০২৫ - ০৮:২৬ অপরাহ্ণ

Tripura Belonia SI News : সাব ইনস্পেক্টর বাবার ক্ষমতায় পথে ঘাটে দাদাগিরি ছেলেদের, অভিযুক্ত খোদ এসআই

Belonia SI News
1 minute read

Tripura Belonia SI News : ছেলেদের হয়ে ময়দানে দাদাগিরি করছেন সাব ইনস্পেক্টর বাবা। দুই ছেলের মারধোরে আহত হয়ে হাসপাতালেই বিছানায় একাধিক। এবার বিলোনিয়া থানার এসআই এর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন আহতরা। তাদের মস্তানি তে অতিষ্ঠ এলাকাবাসী।

রক্ষক যখন নিজেই ভক্ষকে পরিণত হন তখন বিচারের বাণী এভাবেই নিরবে নিভৃতে কাঁদে। আজকাল ত্রিপুরা রাজ্যের বিভিন্ন এলাকাতেই এই একই অভিযোগ। যেখানে মানুষ পুলিশ প্রশাসনের কাছে গিয়ে বিচার চাইবেন, সেখানে দেখা যাচ্ছে কিছু খাকী ওয়রদি ধারীরা রাষ্ট্রপতি কালারস এর দাপট খাটিয়ে নিজেরাই অপরাধের সাথে জড়িয়ে পড়ছেন। এবার এমনই এক ঘটনার সাক্ষী হয়ে রইলো বিলোনিয়া মহকুমা বাসী।

বিলোনিয়া থানার এসআই স্বপন সেন এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ। উনি পুলিশ এর চাকরি করেন। এই দাপট খাটিয়েই উনার দুই ছেলে সাগর সেন ও শুভম সেন রীতিমতো উচ্ছন্নে গেছে। আর তিনি বাবা হয়ে ছেলেদের কে সায়েস্তা না করে উল্টে সাধারণ মানুষ এর উপরেই হামলে পড়ছেন। এই নিয়ে আহতরা হাসপাতালের বিছানায় শুয়েই এসআই বাবুর বিরুদ্ধে ক্ষোভ উজাড় করে দিয়েছেন।

ঘটনার বিবরণে প্রকাশ বিলোনিয়া থানার এসআই স্বপন সেনের দুই ছেলের তাণ্ডবে আহত হয়ে হাসপাতালের বিছানায় একাধিক যুবক । বৃহস্পতিবার রাত অনুমানিক সাড়ে দশটা নাগাদ বিলোনিয়া আর্য কলোনী এলাকায় একটি দোকানে আশিস নামে এক যুবক কিছু কেনাকাটা করছিলো। ওই সময় বিলোনিয়া থানার এসআই স্বপন সেনের দুই ছেলে ও তাদের বন্ধু-বান্ধবরা মিলে আশিষ কে অজথাই বেধড়ক মারধর করে এবং তার মাথা ফাটিয়ে দেয়।

সেখান থেকে আশীষের বন্ধুবান্ধবরা তাকে সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় নিয়ে যায় বিলোনিয়া হাসপাতালে। বিলোনিয়া হাসপাতালে নিয়ে আসার পর আশিস কে ওই সময় আবারও স্বপন সেনের দুই ছেলে সাগর সেন ও শুভম সেন মিলে আক্রমণ চালায়। ওই সময় আসিসের বন্ধু-বান্ধবরা আশিসকে বাঁচাতে গেলে তাদের উপরেও হামলা হয়। এতে আরো চারজন আহত হয় । চারজনের মধ্যে তিনজনের মাথা ফেটে যায় । ওই সময় ঘটনার খবর পেয়ে ছুটে আসেন বাবা অর্থাৎ বিলোনিয়া থানার এসআই স্বপন সেন।পুলিশের গাড়ি দিয়ে নয়, উনি ছুটে আসেন নিজের বাইক দিয়ে। অভিযোগ ডিউটিরত অবস্থায় না থাকলেও পুলিশের খাকি বড়দি পড়েছিলেন তিনি।

তবে এখানেই গল্প শেষ নয়। বাইক থেকে নেমে নিজের ছেলেকে শাষন না করে উল্টো আশীষের বন্ধুবান্ধবদের বেদড়ক মারধর শুরু করেন উনি। ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য শুরু হয় শহর জুড়ে । একজন বাবা, যিনি কিনা আবার আইনের রক্ষক, তার ছেলেদের এহেন কীর্তি আগে থেকেই নিন্দার ঝড় তুলেছে । অন্যদিকে পুলিশ হবার জোর খাটিয়ে স্বপন সেন নিজেও যে কাণ্ড ঘটালেন তাতে করে উনি নিজে পেশা এবং খাকী ওয়রদির ও অপমান করেছেন।

রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে বারংবার সুশাসন কায়েম করার ডাক দিচ্ছেন সে জায়গায় স্বপন সেন দের মতো কিছু আইনের রক্ষক দের কারণেই কালিমালিপ্ত হয়ে পড়ছে গোটা ব্যবস্থা। আর তাই মানুষ অচিরেই প্রশাসনের উপর থেকে ভরসা হাড়িয়ে ফেলছেন।

এধরণের পুলিশ বাবুরাই দিন দুপুরে অপরাধ ঘটে গেলে সময় মতো ঘটনাস্থলে উপস্থিত হন না। মোটা অঙ্কের বিনিময়ে অপরাধী দের পাড় পাইয়ে দেন। নিজেদের স্বার্থ পূর্তির লোভে দিনের পর দিন অপরাধ কে প্রশ্রয় দিয়ে চলা কিছু প্রশাসনের লোকেরাই রাজ্যের সুশাসন কায়েমের ক্ষেত্রে সব চাইতে বড় বাঁধা।

বিলোনিয়া থানার এসআই স্বপন সেন এর বিরুদ্ধে কি আদৌ পদক্ষেপ নেবে রাজ্য প্রশাসন ? সেটাই দেখার বিষয়।

For All Latest Updates

ভিডিও