খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Sunday, 21 December 2025 - 02:26 AM
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫ - ০২:২৬ পূর্বাহ্ণ

Tripura ABVP News : ধর্মনগরে এবিভিপি কর্মীদের ওপর হামলার প্রতিবাদে কাকড়াবন নগর শাখার তীব্র বিক্ষোভ

Tripura ABVP News
1 minute read

Tripura ABVP News : ধর্মনগরে এবিভিপির কর্মীদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে উত্তেজনা অব্যাহত রয়েছে। গত ২৬ নভেম্বর শনিছড়া এলাকায় ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার পর থেকেই সংগঠনের বিভিন্ন শাখায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। জানা গেছে, গত সোমবার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) ধর্মনগর শাখার একটি প্রতিনিধি দল চুরাইবাড়ি থানায় ডেপুটেশন জমা দিতে রওনা হয়েছিল। প্রতিনিধি দলটি যখন কালাছড়া স্কুলের কাছে পৌঁছায়, ঠিক সেই সময়ই হঠাৎ উত্তেজনার সৃষ্টি হয়।

অভিযোগ অনুযায়ী, যুব কংগ্রেসের সভাপতি জাহাঙ্গীর হোসেন হঠাৎ উপস্থিত হয়ে প্রতিনিধি দলের ওপর আক্রমণ চালান। এই হামলায় এবিভিপির উত্তর জেলা সংযোজক অনিকেত দেবসহ সংগঠনের আরও বেশ কয়েকজন সদস্য আহত হন। অনিকেত দেবের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে প্রথমে ধর্মনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে আগরতলার জিবি হাসপাতালে রেফার করা হয়।

ঘটনার পর ক্ষুব্ধ এবিভিপি কর্মীরা ধর্মনগর থানায় গিয়ে জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। হামলার খবর ছড়িয়ে পড়তেই কদমতলা এলাকায় উত্তেজনা বাড়তে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও মোতায়েন করা হয়েছিল ।

এ ঘটনার প্রতিবাদে আজ কাকড়াবন নগর শাখার উদ্যোগে এবিভিপি একটি বিক্ষোভ কর্মসূচি পালন করে। বিক্ষোভে উপস্থিত ছিলেন শাখার সভাপতি জলেন্দ্র ত্রিপুরা, প্রাক্তন সম্পাদক দেবাশীষ সরকার, সহ-সম্পাদক বিরাজ শুক্ল দাস, গৌরব কর, সঞ্চয় সাহা सहित অন্য কার্যকর্তারা। তারা অভিযোগ করেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের ওপর হামলা চালানো হয়েছে। বিক্ষোভকারীরা সতর্ক করে বলেন, দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিলে সংগঠন বৃহত্তর আন্দোলনের পথ ধরবে।

এবিভিপি নেতৃত্বের দাবি, ঘটনাটি গণতান্ত্রিক অধিকার হরণের স্পষ্ট উদাহরণ এবং প্রশাসনকে নিরপেক্ষ তদন্ত করে দোষীদের শাস্তির ব্যবস্থা করতে হবে। স্থানীয় মহলও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানাচ্ছে। এখন সকলের নজর প্রশাসনের পদক্ষেপের দিকে—কবে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, সেটাই দেখার বিষয়।

ধর্মনগরে এবিভিপি কর্মীদের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা অব্যাহত। দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে এবিভিপির আন্দোলন আরও জোরদার হচ্ছে। এখন প্রশাসনের কার্যকর পদক্ষেপের দিকেই তাকিয়ে সকলেই।

For All Latest Updates

ভিডিও