Tribute to Dr Manmohan Singh
প্রাক্তন প্রধানমন্ত্রী কে শ্রদ্ধা নিবেদনে প্রদেশ কংগ্রেস, শোক সভায় উপস্থিত বিশিষ্ট কংগ্রেসীরা
মোহন যুগের অবসান। ভারতের অর্থনীতি কে চাঙ্গা করতে যার অবদান সর্বাধিক সেই বুদ্ধিজীবী এবং সর্ব কালের একজন সেরা প্রধানমন্ত্রী ছিলেন ডঃ মনমোহন সিং।
গত বৃহস্পতিবার অর্থাৎ ২৬ শে ডিসেম্বর ২০২৪ রাতে নয়াদিল্লির এইমস-এ চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং প্রবীণ কংগ্রেস নেতা, ডাঃ মনমোহন সিং । মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৯২ বছর। দীর্ঘ দিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। অবশেষে ইহলোকের মায়া ত্যাগ করলেন। উনার প্রয়ানে ব্যাথিত হয়েছেন দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে সর্ব স্তরের সর্ব দলের নেতৃত্বরাই। উনার অন্তিম যাত্রায় শামিল হয়েছিলেন হাজার হাজার মানুষ।
আজ বৃহস্পতিবার উনার প্রয়ানের ঠিক এক সপ্তাহ বাদে প্রদেশ কংগ্রেসের উদ্যোগে কংগ্রেস ভবনে উনার প্রতি স্মৃতিচারণ এবং শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, প্রাক্তন সভাপতি পীযুষ কান্তি বিশ্বাস সহ অন্যান্যরা। কংগ্রেস নেতৃত্ব উনার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন এবং উনার কর্মজীবন ও রাজনৈতিক জীবন নিয়ে বক্তারা আলোচনা করেন। দেশের অর্থনীতি তে ঐতিহাসিক স্থিতিশীলতা এনেছিলেন তিনি। তার অবদান ভারতীয় অর্থ নীতিতে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।
বিগত ৭ দিন যাবত রাজ্যের সব কটি জেলায় প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়ানে শোক সভা ও কর্মসূচী পালন করেছে প্রদেশ কংগ্রেস। অবশেষে আজ প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে রাজধানী তে প্রদেশ কার্যালয়ে শোক সভার আয়োজন হয়।