খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Saturday, 11 October 2025 - 06:41 PM
শনিবার, ১১ অক্টোবর ২০২৫ - ০৬:৪১ অপরাহ্ণ

Tribal Man Attacked By Bear : ভাল্লুকের আক্রমনে আহত যুবক, রাস্তার অভাবে তাকে কাঁধে করে আনা হল হাসপাতালে

Tribal Man Attacked By Bear
1 minute read

Tribal Man Attacked By Bear : ভাল্লুকের আক্রমণে গুরুতর আহত এক জনজাতি যুবক। তাকে রাত সাড়ে ৯টায় কাঁধে করে নিয়ে আসা হয় তেলিয়ামুড়া হাসপাতালে। পাহাড়ের অনুন্নয়নের আরও এক নগ্ন চিত্র ভেসে এলো তেলিয়ামুড়া মুঙ্গিয়াকামি থেকে।

জানা যায় , ত্রিপুরার তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়া কামি থানাধীন ১৮ মুড়া এডিসি ভিলেজের বিলাই কাং-এর কলোই বস্তি এলাকায় মঙ্গলবার সকালে ঘটে যায় এই চাঞ্চল্যকর ঘটনা। প্রতিদিনের মতোই এদিনও এলাকার এক যুবক পাহাড়ের টিলা জমিতে জুম চাষ করতে গিয়েছিল। তখন সময় হয়েছিল আনুমানিক ১১ টা।

হঠাৎই একটি বন্য ভাল্লুক তার উপর আচমকা হামলে পরে এবং তাকে আক্রমণ করে। মুহূর্তের মধ্যেই ভাল্লুকের আক্রমনে তার সারা শরীরে গভীর আঁচড় ও ক্ষত তৈরি হয়। অলিন্দ্রের সঙ্গে থাকা সহকর্মীরা তার চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে এসে দেখতে পায় তাকে গুরুতর ভাবে জখম করেছে বন্য ভাল্লুক। তৎক্ষণাৎ তারা তাকে ভাল্লুকের কবল থেকে উদ্ধার করেন এবং প্রাণপণ চেষ্টা করে বন্যপ্রাণীটিকে তাড়িয়ে দেন।

কিন্তু এর পরেও বাঁধ সাথে দুর্গম পাহাড়ে না থাকা কোনো রাস্তা। হাজার চেষ্টা করেও এই অবস্থায় তাকে এতো উচ্চতা থেকে জাতীয় সড়কে নিয়ে আসতে গিয়ে বেগ পেতে হয় তার সহকর্মীদের। দুর্গম পাহাড়ি এলাকায় সড়ক ও যানবাহনের কোনো সুবিধা না থাকায় আহতকে ঘটনাস্থল থেকে বের করে আনতে প্রচুর সময় লেগে যায়।

অলিন্দ্রের বাবা জানান, যোগাযোগের অভাবে চার থেকে পাঁচ ঘণ্টা ধরে পায়ে হেঁটে ও অলিন্দ্র কে কাঁধে বহন করে তাকে জাতীয় সড়কের কাছাকাছি আনা হয়। সেখান থেকে তাকে গাড়িতে করে রাত প্রায় সাড়ে ৯টার দিকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে পৌঁছে দেওয়া হয়। বর্তমানে সেখানে চিকিৎসা চলছে এবং তার অবস্থা গুরুতর বলে জানা গেছে।

স্থানীয়রা অভিযোগ তুলেছেন, দুর্গম জনপদে পর্যাপ্ত যোগাযোগ ব্যবস্থা ও জরুরি চিকিৎসা সুবিধার অভাবের কারণে এই ধরনের দুর্ঘটনার পর উদ্ধারকাজ অত্যন্ত বিলম্বিত হয়। যা আহতদের জীবনের জন্য বড় ঝুঁকি সৃষ্টি করে। পাহাড়ে বসবাস রত জনজাতিরা বেশিরভাগই জুম চাষের উপর নির্ভর শীল। তাদের নিত্যদিন পাহাড়ে, গভীর বনাঞ্চলে চাষাবাদের জন্যে যেতে হয়। এই অবস্থায় বন্য প্রাণীদের আক্রমণের শিকার হতে হয় তাদের। এর পরেও যদি রাস্তা না থাকার কারণে তারা উপযুক্ত চিকিৎসা পেতে গিয়ে সমস্যায় পড়েন তাহলে এ আরও বড় নিন্দার বিষয়।

For All Latest Updates

ভিডিও