রাস্তা যানজট মুক্ত করতে ট্রাফিক পুলিশের অভিযান বটতলা বাজার এলাকায়

শহরের মূল সড়ক পথ গুলো তে অবৈধ ভাবে যানবাহন পার্কিং করা এবং অবৈধ ভাবে দোকানপাট নির্মানের ফলে নিত্যদিন যাতায়াত কারী দের বিপুল সমস্যার সম্মুখীন হতে হয়। ফলে জনবহুল বাজার এলাকা গুলিতে প্রায়শই ট্রাফিক দপ্তরের পক্ষ থেকে অভিযান চালিয়ে রাস্তা গুলো কে যানজট মুক্ত রাখার চেষ্টা চালানো হয়।
রাজধানীর অন্যতম বাজার এলাকা বটতলায় আজ ট্রাফিক দপ্তরের পক্ষ থেকে সদর এসডিপিও ও অন্যান্য সহযোগী পুলিশ কর্মীদের সহায়তায় অভিযান চালিয়ে বাজার সংলগ্ন রাস্তায় অবৈধ ভাবে করে রাখা পার্কিং সরানো হয় এবং নিকটস্থ পার্কিং জোনে সকল দোকান ব্যবসায়ী দের কে নিজস্ব যান পার্কিং করার নির্দেশ দেওয়া হয়।
পাশাপাশি যে সমস্ত ভেন্ডারেরা অবৈধ ভাবে জায়গা দখল করে তাদের দোকান দিয়েছেন , তাদের কে অন্যত্র স্থানান্তরিত করা হবে বলে জানিয়েছেন ট্রাফিক দপ্তরের এসপি মানিক দাস।
উল্লেখ্য, শহর কে যানজটমুক্ত রাখতে ট্রাফিক বিভাগের এসপি মানিক দাস বহুদিন আগেই এই বিশেষ অভিযান শুরু করেছেন। এই অভিযানে মূলত ট্রাফিক নিয়ন্ত্রণ, রাস্তার অপরিকল্পিত পার্কিং বন্ধ, এবং ট্রাফিক সিগন্যালের সঠিক ব্যবহার নিশ্চিত করাই প্রধান লক্ষ্য। শহরের ব্যস্ত সড়কগুলোতে ট্রাফিক পুলিশের সংখ্যা বাড়িয়ে এবং নির্দিষ্ট সময়ে ট্রাফিক আইন প্রয়োগের মাধ্যমে যানজট কমানো চেষ্টা করা হচ্ছে।
মানিক দাসের নেতৃত্বে চালু হওয়া এই বিশেষ অভিযানে নিয়মিত টহল, অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং যেকোনো ধরনের নিয়মভঙ্গকারীকে জরিমানা করার ব্যবস্থা নেওয়া হয়েছে। রাস্তায় সচেতনতার বার্তা প্রচার ও মানুষকে আইন মেনে চলার জন্য উদ্বুদ্ধ করাও এই অভিযানের একটি গুরুত্বপূর্ণ অংশ। যা আগামী দিনেও চলবে বলে নিশ্চিত করেছেন ট্রাফিক দপ্তরের এসপি মানিক দাস।

Leave A Reply