Tiruvallur Train Incident : তামিলনাড়ুর তিরুভাল্লুরে এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। শনিবার সকালে একটি মালবাহী ট্রেনে হঠাৎ আগুন ধরে যায়, মুহূর্তের মধ্যে তা ভয়ঙ্কর রূপ নেয়। আগুনের লেলিহান শিখা আকাশ ছুঁয়ে কয়েক ফুট ওপরে উঠে যায়, একাধিক বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে আশপাশের অঞ্চল।
সূত্রের খবর, ডিপো থেকে অপরিশোধিত তেল বোঝাই করে ট্রেনটি রওনা দিয়েছিল নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশে। কিন্তু তিরুভাল্লুর রেলওয়ে স্টেশনের কাছে হঠাৎ দুর্ঘটনা ঘটে। ট্রেনের দুটি থেকে তিনটি বগি লাইনচ্যুত হয়ে সম্পূর্ণ উল্টে যায়। প্রাথমিকভাবে অনুমান, বগির ঘর্ষণের ফলে সৃষ্ট আগুনের ফুলকি কোনওভাবে তেলভর্তি বগির ভিতরে ঢুকে পড়ে, ফলে তীব্র বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে।
সাউথার্ন রেলওয়ে জানিয়েছে, এই অগ্নিকাণ্ডে অন্তত তিনটি বিস্ফোরণ হয়েছে। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। তৎপরতার সঙ্গে আগুনগ্রস্ত ট্যাঙ্কারগুলি আলাদা করে ফেলা হয়েছে।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডের কারণে তিরুভাল্লুর অঞ্চলে ওভারহেড ইলেকট্রিক সংযোগ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এর প্রভাব পড়েছে রেল পরিষেবাতেও। চেন্নাই থেকে মাইসোর, বেঙ্গালুরু ও কোয়েম্বাটোরগামী একাধিক ট্রেন বাতিল করা হয়েছে।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এখনও পর্যন্ত কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং কীভাবে এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।