খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Saturday, 11 October 2025 - 06:48 PM
শনিবার, ১১ অক্টোবর ২০২৫ - ০৬:৪৮ অপরাহ্ণ

TET exam scandal in Udaipur : হল ডিউটি তে থাকা স্বামী স্ত্রীর টেট পরীক্ষা দেওয়ালেন অন্য শিক্ষিকা কে দিয়ে, দুর্নীতির ১০ দিন পরেও নেই তদন্ত

TET exam scandal in Udaipur
1 minute read

TET exam scandal in Udaipur

হল ডিউটি তে থাকা স্বামী স্ত্রীর টেট পরীক্ষা দেওয়ালেন অন্য শিক্ষিকা কে দিয়ে, দুর্নীতির ১০ দিন পরেও নেই তদন্ত

কথায় আছে, জোর যার মুলুক তাঁর। আর সেই কথাই অক্ষরে অক্ষরে ফলিত হচ্ছে বর্তমান ত্রিপুরা রাজ্যে। বাম গিয়ে রাম আমল এসেছে। সুশাসন কায়েমের ডামাডোল বাজছে। কিন্তু দুর্নীতি থামছে না। খোদ মুখ্যমন্ত্রীর হাতে থাকা শিক্ষা দপ্তরে দুর্নীতি চরম আকার ধারন করেছে। কিন্তু সবটা নিয়ে ওয়াকিবহাল থাকা সত্বেও নেই কোনো পদক্ষেপ। স্বচ্ছ নিয়োগ নীতি কে পদদলিত করছে শিক্ষা দপ্তরের ই একাংশ। আর তাঁর পরিপ্রেক্ষিতেই টিআরবিটি চেয়ারম্যান এর কাছে বিচার এয়ে ডেপুটেশান দিল বামপন্থী ছাত্র যুবারা। বুধবার এসএফআই , ডিওয়াইএফআই এর পক্ষ থেকে সদ্য সমাপ্ত টেট পরীক্ষায় ঘটে যাওয়া এক চরম অপরাধ এর ঘটনার বিচার চেয়ে ডেপুটেশান জমা দেওয়া হল। উল্লেখ্য , টেট পরীক্ষা চলাকালীন উদয়পুর কাকরাবন স্থিত শ্যামাপ্রসাদ মুখারজি স্কুলের শিক্ষক পরিতোষ সাহা হল ডিউটি তে ছিলেন। সেখানেই তাঁর স্ত্রী পিঙ্কি সাহা পরীক্ষা দিতে যায়। তখন তাকে ডেকে নিয়ে গিয়ে অন্য এক শিক্ষিকা দ্বারা পিংকি সাহার পরীক্ষার ওএমআর সিট পূরণ করানো হয়। ঘটনা টি ঘটে ২৭শে এপ্রিল। ১০ দিন কেটে যাচ্ছে এখনো তদন্ত নেই। উক্ত শিক্ষকের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ এর দাবী জানিয়ে এই পরীক্ষার্থী কে বরখাস্তের দাবী সহ আরও ৩ দফা দাবী জানিয়েছেন ছাত্র যুবারা। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বামপন্থী ছাত্র সংগঠনের যুবারা। ততসঙ্গে রাজ্যে আরও কোথাও এধরণের ঘটনা ঘটে থাকলে তাঁর তদন্তের ও দাবী জানিয়েছেন তারা।
চেয়ারম্যান উক্ত দাবী গুলোর যৌক্তিকতা স্বীকার করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন বটে। তবে আগামী দিনে এই প্রতিশ্রুতি কতটা বাস্তবায়িত হবে সেটাই দেখার বিষয়।

For All Latest Updates

ভিডিও