TET 2024 News : ২০২৪ সালের শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টি-টেট) উত্তীর্ণ প্রায় ১৮৫৬ জন চাকরিপ্রত্যাশীকে একসঙ্গে নিয়োগের দাবিতে ফের সরব হলেন পরীক্ষার্থীরা। সোমবার ত্রিপুরা শিক্ষা ভবনে উপস্থিত হয়ে তারা রাজ্য সরকারের কাছে অবিলম্বে একযোগে নিয়োগের দাবি জানান। রাজ্যে দীর্ঘদিন ধরে তীব্র শিক্ষক স্বল্পতা থাকা সত্ত্বেও কেন টেট উত্তীর্ণদের নিয়োগ করা হচ্ছে না, সেই প্রশ্নই বারবার তুলছেন আন্দোলনকারীরা।
চাকরিপ্রত্যাশীদের অভিযোগ, ২০২৪ সালে টেট পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর এক বছর পেরিয়ে গেলেও আজ পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া শুরু হয়নি। রাজ্য শিক্ষা দপ্তর কিংবা শিক্ষামন্ত্রী এ বিষয়ে কোনও স্পষ্ট উত্তর দেননি। বারবার শিক্ষা দপ্তরের দ্বারস্থ হওয়া, শিক্ষা ভবনের সামনে ধর্না ও আন্দোলন করেও কোনও আশ্বাস না পেয়ে চরম হতাশার মধ্যে দিন কাটাচ্ছেন তারা।
সোমবার শিক্ষা ভবনে এসে টেট ওয়ান ও টেট টু—উভয় স্তরের উত্তীর্ণ প্রার্থীরা বুনিয়াদি শিক্ষা অধিকর্তার সঙ্গে সাক্ষাৎ করেন। এদিন এক চাকরিপ্রত্যাশী বলেন, “একটি রাজ্যের মানদণ্ড নির্ভর করে তার শিক্ষা ব্যবস্থার ওপর। অথচ ত্রিপুরার প্রায় ৫০০-র বেশি স্কুলে একজন বা দু’জন শিক্ষক দিয়েই ক্লাস ওয়ান থেকে এইট পর্যন্ত পড়ানো হচ্ছে। একজন শিক্ষকের পক্ষে এটা কোনওভাবেই সম্ভব নয়।”
তিনি আরও জানান, বর্তমানে টেট টু-তে ২৭০৩টি এবং টেট ওয়ানে ১৬৬২টি শূন্যপদ রয়েছে। সেখানে টেট ওয়ান ও টেট টু মিলিয়ে কোয়ালিফাইড প্রার্থীর সংখ্যা ২০০০-রও কম। তা সত্ত্বেও কেন সকলকে একসঙ্গে নিয়োগ করা হচ্ছে না, সেই প্রশ্ন তুলেছেন তারা।
আন্দোলনকারীদের দাবি, আগেই জানানো হয়েছিল জানুয়ারি বা ফেব্রুয়ারিতে আংশিক নিয়োগ হতে পারে। কিন্তু তাদের আবেদন, আংশিক নয়—সব টেট উত্তীর্ণকে একত্রে নিয়োগ দেওয়া হোক। শিক্ষামন্ত্রীর কাছে বিনীত আবেদন জানিয়ে তারা বলেন, “যেখানে এত শূন্যপদ রয়েছে, সেখানে আমাদের সকলকে একসঙ্গে নিয়োগ দেওয়া হোক। এটাই আমাদের একমাত্র প্রার্থনা।”
দীর্ঘদিন ধরে নিয়োগের অপেক্ষায় থাকা ২০২৪ সালের টি-টেট উত্তীর্ণ প্রার্থীদের আন্দোলন রাজ্যের শিক্ষা ব্যবস্থার বাস্তব সংকটকেই সামনে তুলে ধরছে। একদিকে যেমন স্কুলগুলিতে তীব্র শিক্ষক স্বল্পতা রয়েছে, অন্যদিকে তেমনই যোগ্যতা অর্জনের পরেও চাকরি না পাওয়ায় হতাশায় ভুগছেন শিক্ষার্থীরা। বারবার আবেদন, ধর্না ও আলোচনার পরেও স্পষ্ট সিদ্ধান্ত না আসায় অসন্তোষ আরও বাড়ছে। এখন দেখার, রাজ্য সরকার ও শিক্ষা দপ্তর এই দাবি কতটা গুরুত্ব দিয়ে বিবেচনা করে এবং কবে টেট উত্তীর্ণদের নিয়োগ সংক্রান্ত বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।



