খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Tuesday, 27 January 2026 - 07:45 PM
মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬ - ০৭:৪৫ অপরাহ্ণ

Teliamura News : তেলিয়ামুড়ার ইচারবিলে সন্দেহভাজন শিশু পাচারকারীকে ঘিরে চাঞ্চল্য! গণপিটুনিতে আহত যুবক

Teliamura News
1 minute read

Teliamura News : তেলিয়ামুড়া থানার অন্তর্গত ইচারবিল ষোলঘরিয়া এলাকায় শনিবার সকালে ঘটে গেল এক উত্তেজনাপূর্ণ ঘটনা। শিশু পাচারের সন্দেহে এক অপরিচিত যুবককে আটক করে গণপিটুনির অভিযোগ উঠেছে এলাকাবাসীর বিরুদ্ধে। হঠাৎ ঘটে যাওয়া এই ঘটনায় মুহূর্তেই এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে তীব্র উত্তেজনা।

স্থানীয়দের দাবি, সকালে ওই যুবককে চারপাশে ঘোরাঘুরি করতে দেখা যায় এবং তিনি এলাকার কয়েকজন শিশুর সঙ্গে অস্বাভাবিক আচরণে কথাবার্তা বলছিলেন। বিষয়টি দেখে বাসিন্দাদের মনে সন্দেহ জাগে। তাদের মধ্যে কেউ একজন চিৎকার করে সতর্ক করলে লোকজন ছুটে এসে তাকে ঘিরে ধরে। এরপরই শুরু হয় মারধর। রাস্তায় ফেলে ব্যাপক গণপিটুনির জেরে যুবকটি গুরুতর আহত হয়ে পড়ে থাকেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জনতার উত্তেজনা নিয়ন্ত্রণে আনে। আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, আহত যুবকের বাড়ি বিহার রাজ্যে। তবে তিনি কেন ইচারবিলে এসেছিলেন এবং তার চলাফেরার উদ্দেশ্য কী ছিল, তা জানার জন্য জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। এখনো পর্যন্ত তার বিরুদ্ধে শিশু পাচার সংক্রান্ত কোনো নিশ্চিত প্রমাণ মেলেনি বলে জানিয়েছে পুলিশ।

এদিকে ঘটনাটিকে কেন্দ্র করে ইচারবিল এলাকায় উত্তেজনাপূর্ণ পরিবেশ বিরাজ করছে। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানান—সন্দেহের বশে কাউকে আক্রমণ করা বা গণপিটুনি দেওয়া সম্পূর্ণ বেআইনি এবং তা মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে। তারা সবাইকে আইন হাতে না তুলে নিয়ে বরং সন্দেহজনক ব্যক্তির তথ্য দ্রুত পুলিশকে দেওয়ার আহ্বান জানিয়েছেন।

এই ঘটনা আবারও মনে করিয়ে দিল, সচেতনতা যেমন অপরিহার্য, তেমনি আইন প্রয়োগের ক্ষেত্রে সঠিক প্রক্রিয়া অনুসরণ করাটাও সমান গুরুত্বপূর্ণ।

For All Latest Updates

ভিডিও