Teliamura News : ৩১শে ভাদ্র , ১৭ই সেপ্টেম্বর বুধবার রায় জুড়ে সাড়ম্বরে বাবা বিশ্বকর্মার পুজো হয়েছে। এই উপলক্ষে প্রশাসনিক ভাবেও কিছু নিয়মাবলী জারি করা হয়েছে। যার মধ্যে অন্যতম হচ্ছে ড্রাই ডে পালন। অর্থাৎ এদিন মাদক বিক্রি ও ক্রয় উভয় থেকেই বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু প্রশাসনের সেই নির্দেশিকা কে কার্যত বৃদ্ধাঙ্গুল দেখিয়ে চলেছে একাংশ মাদক ব্যবসায়ী।
প্রসঙ্গত, এদিন তেলিয়ামুড়া জুড়ে বিশ্ব কর্মা পুজো কে কেন্দ্র করে সর্ব ক্ষেত্রেই তীব্র ব্যস্ততা ছিল। দোকান পাট ও বন্ধ ছিল বেশিরভাগই। থানা পুলিশ সবাই পুজো নিয়ে ব্যস্ত। এই অবস্থায় তেলিয়ামুড়া শহরাঞ্চলের কিছু মাদক ব্যবসায়ীর দোকান খোলা দেখতে পেয়ে সাংবাদিকের দৃষ্টি আকর্ষিত হয়।
আমাদের সংবাদ প্রতিনিধি বিষয়টি ক্যামেরা বন্দী করতে ছুটে গেলেই শাটার বন্ধ করে পালাতে থাকে দোকানের কর্মচারীরা।
বিশ্বকর্মা পূজায় ড্রাই ডে কে উপেক্ষা করেই যে তেলিয়ামুড়ায় প্রভাব খাটিয়ে মদের ব্যবসা রমরমিয়ে চলছে একাংশ ব্যবসায়ীর সেটা বুঝতে আর বাকি থাকে না !
পুলিশ প্রশাসন থানা চত্বরে বিশ্বকর্মা পূজার আয়োজন নিয়ে ব্যস্ত থাকায় শহরের বিভিন্ন স্থানে আইন অমান্য করে ব্যবসা চলছে বলে অভিযোগ উঠেছে। তার মধ্যে, বিশেষ করে তেলিয়ামুড়ায় আবগারি দপ্তরের অফিসের একেবারে নাকের ডগায় থাকা কয়েকটি বিলিতি মদের দোকান পুরোপুরি নির্বিঘ্নে ব্যবসা চালাচ্ছে বলেও প্রকাশ পায়। আর এমনটাই চিত্র উঠে এসেছে সংবাদমাধ্যমের ক্যামেরায়।
তবে সাংবাদিকদের ক্যামেরা দেখে কাউন্টারে কর্মরত কর্মীরা শাটার নামিয়ে নিতে ব্যস্ত হয়ে পড়ে এবং রীতিমতো “ছেড়ে দে মা কেদে বাঁচি” র মতো অবস্থা হয় তাদের। স্থানীয়দের দাবি, প্রশাসনের নির্দেশের তোয়াক্কা না করেই এই দোকানগুলিতে রাত পর্যন্ত চলে মদ বিক্রি। একাংশ ব্যবসায়ী প্রতি বছরই এমন কাণ্ড ঘটালেও তাদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেই। এবারেও প্রশাসনের তরফে কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে কি না, তা নিয়ে শহরে আলোচনার ঝড় বইছে।
এ কেবলমাত্র মাদক বানিজ্য চালানোর প্রশ্ন নয়। প্রশ্ন হচ্ছে, আইন অমান্য করে মাদক সাপ্লাই করা মানে পুজোর দিনে একাংশ মাদক সেবনকারী দের কে বিপদের মুখে ঠেলে দেওয়া । প্রায়শই উৎসব এর দিন গুলিতে আকণ্ঠ মাদক গিলে দুর্ঘটনার শিকার হতে দেখা যায় বহু মানুষ কে। সেক্ষেত্রে এধরণের ঘটনার পেছনে যে পরোক্ষভাবে মাদক ব্যবসায়ীরাও জড়িত তা অস্বীকার করা যায়না। তাই প্রশাসনের আরও কড়া নজর দারির দাবী উঠছে।