Teliamura News : ত্রিপুরায় সিপিএমের সাংগঠনিক শক্তি আরও জোরদার করতে বুধবার অনুষ্ঠিত হলো ‘ত্রিপুরা রাজ্য মৎস্যজীবী ইউনিয়ন’-এর ১১তম তেলিয়ামুড়া মহকুমা কমিটির সম্মেলন। সম্মেলনের আয়োজন করা হয় সিপিএম-এর তেলিয়ামুড়া মহকুমা অফিসের হল ঘরে।
সম্মেলনের সূচনা হয় সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। প্রধান বক্তা হিসেবে সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক সুধন দাস। তাঁর সঙ্গে ছিলেন রাজ্য নেতৃত্ব মনিন্দ্র চন্দ্র দাস, সিপিএম রাজ্য কমিটির সদস্য হেমন্ত কুমার জমাতিয়া এবং তেলিয়ামুড়া মহকুমা সম্পাদক সুভাস নাথ সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।
দীর্ঘ আলোচনার পর সম্মেলনের শেষে ভেঙে দেওয়া হয় পুরনো কমিটি। সর্বসম্মতিক্রমে গঠন করা হয় নতুন ৪৫ সদস্যের মহকুমা কমিটি। নবগঠিত কমিটিতে সম্পাদক হিসেবে নির্বাচিত হন জহর দাস এবং সভাপতির দায়িত্বে আসেন অমূল্য দাস।
সিপিএম নেতৃত্বের মতে, এই সম্মেলনের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও মজবুত হবে এবং মৎস্যজীবীদের দাবিদাওয়া আদায়ে সংগঠন আরও সক্রিয় ভূমিকা পালন করবে।