Teliamura News : আইনের ঘরে সাক্ষী দিয়ে বিপাকে পড়লেন এক দম্পতি। ভালো কোর্টে গিয়ে উল্টে তাদের সাথেই খারাপ ঘটনা ঘটে গেল। এবার এমনই বিরূপ ঘটনার সাক্ষী হয়ে রইলো তেলিয়ামুড়া বাসী।
ঘটনার বিবরণে প্রকাশ, তেলিয়ামুড়া থানা এলাকার গোলাবাড়ি এলাকার বাসিন্দা সম্রাট ঘোষ ও তার স্ত্রীর একটি পারিবারিক ঝামেলা কে কেন্দ্র করে আদালতে মামলা চলছে। অভিযোগ স্ত্রীর উপর বিয়ের পর থেকেই নির্যাতন করে আসছে অভিযুক্ত স্বামী সম্রাট ঘোষ। এই মামলার জেরে আদালতে সাক্ষ্য বাক্য গ্রহন পড়বে একই বাড়ির সদস্য পুতুল ঘোষ যে কিনা অভিযুক্ত সম্রাট ঘোষ এর আত্মিয়া হয় উনি সাক্ষী প্রদান করেন। আর তাতেই বাঁধে বিপত্তি।
খোয়াই আদালতে মামলার সাক্ষ্য বাক্য গ্রহন কালে পুতুল ঘোষ সম্রাট ঘোষের বিরুদ্ধে সাক্ষী দেন। আর তাতেই ক্ষেপে যায় সম্রাট। এদিনই পুতুল ঘোষ এর উপর হামলে পরে সম্রাট ঘোষ। এমনকি উনার অনুপস্থিতিতে ঘরে থাকা উনার অসুস্থ স্বামীর উপরে ও বাড়ি ঘরে ও আক্রমণ চালানোর অভিযোগ উঠেছে সম্রাট এর বিরুদ্ধে।
এই ঘটনা বিস্তারিত জানিয়ে তেলিয়ামুড়া থানায় সম্রাট এর বিরুদ্ধে মামলা দায়ের করেন পুতুল দেবী ও উনার স্বামী। এমনিতেই স্ত্রীর উপর নির্যাতন কে ঘিরে আইনি গেঁড়াকলে ফেসে ছিল সম্রাট। তার উপর পুতুল ঘোষ ও উনার স্বামীর মামলা দায়েরে আরও একবার ফেসে গেল অভিযুক্ত।
মামলার পরিপ্রেক্ষিতে সম্রাট ঘোষ কে গ্রেফতার করেছে তেলিয়ামুড়া থানার পুলিশ। তার বিরুদ্ধে আইনি ভাবে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গেছে। স্বাভাবিকভাবেই গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকা জুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে।