খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Friday, 25 July 2025 - 08:05 PM
শুক্রবার, ২৫ জুলাই ২০২৫ - ০৮:০৫ অপরাহ্ণ

Teliamura Horror News : স্কুলের মধ্যে ভুতের তাণ্ডব, মস্তক বিহীন নারী কে দেখে অজ্ঞান ছাত্র

Teliamura Horror News
1 minute read

Teliamura Horror News : দিনের বেলায় ভুতের আতঙ্ক। বাথরুমে গিয়ে ভুতের ছায়া দেখে ভয়ে ছুটে পালালো কচিকাঁচা শিশু। কালো পোশাক, হাতে লাঠি – মুণ্ড বিহীন এই ভুতের আতঙ্ক তেলিয়ামুরায়।

ভৌতিক কাহিনী আমরা প্রায়শই শুনে থাকি। তবে তার পেছনে সত্যতা নিয়ে আমাদের প্রায়ই সন্দেহ থেকে যায়। কিন্তু তেলিয়ামুরার মোহর ছড়া স্কুল , এমন একটি জায়গা যার মধ্যে ভৌতিক আতংকের কাহিনী গুলো আদৌ সত্য নাকি মিথ্যে সেই নিয়ে রয়েছে সংশয়। এক বার কিংবা দুবার নয়। বারবার এই মোহর ছড়া বিদ্যালয়ে ভুতের আতঙ্কে আতঙ্কিত হয়েছে পড়ুয়ারা। এবার আরও একবার ভূত দেখতে পেয়ে স্কুল চলাকালীনই অসুস্থ হয়ে পড়লো বহু ছাত্র ছাত্রী।

ঘটনা শুক্রবার দুপুরে। বাথরুমে প্রাকৃতিক কাজ করতে গিয়েই এই অশরীরী অভিজ্ঞতার শিকার কিছু শিক্ষার্থী। অসুস্থ হয়ে পরে তারা মুহূর্তেই। সঙ্গে সঙ্গেই মোহরছড়া স্কুলের শিক্ষকরা তাদের তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে । এই স্কুলের বাথরুম গুলোতে প্রায়ই এক মস্তক বিহীন ভূত কে দেখা যায় বলে স্থানীয়দের দাবী। অভিভাবক মহল বহুবার এই পুরনো জরাজীর্ণ বাথরুম গুলো ভেঙ্গে ফেলার আবেদন জানিয়েছেন।

    সম্প্রতি এই ভৌতিক আতঙ্ক যেন আরও জেকে বসেছে স্কুলটিতে। আদৌ কি ভৌতিক কান্ড না কি এর পেছনে অন্য কিছু লুকিয়ে আছে , রহস্য হয়েই রয়ে গেছে আজো এই বিষয়। আমরা যদিও ভৌতিক তত্ত্বে সচরাচর বিশ্বাসী নই। তবে মাঝে মাঝে এমন বহু ঘটনাই ঘটে থাকে যার ব্যাখ্যা বিজ্ঞান ও দিতে পারেনা। 

তবুও শিক্ষার্থীরা যে ব্যাখ্যা দিয়েছে , তাতে করে এই ঘটনা সাজানো এবং কোনো বদ উদ্দেশ্য চরিতার্থ করতে কারোর উদ্দেশ্য প্রণোদিত চেষ্টা বলেই মনে করা হচ্ছে। এই নিয়ে অবশ্য তদন্ত হওয়া একান্তই প্রয়োজন। একটি বিদ্যালয়ে এধরণের ঘটনা মোটেও কাঙ্ক্ষিত নয়। দেখার বিষয় এখন বিদ্যালয় কর্তৃপক্ষ কিভাবে এই ভৌতিক রহস্যের উদ্ঘাতন করেন।

For All Latest Updates

ভিডিও