খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Tuesday, 15 July 2025 - 12:19 AM
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ - ১২:১৯ পূর্বাহ্ণ

Teliamura Ganja News : গাঁজা পাচার করতে গিয়ে পুলিশের হাতে আটক ৪ মহিলা সহ ২ লক্ষের গাঁজা

Teliamura Ganja News
1 minute read

Teliamura Ganja News : গাঁজা পাচার বাণিজ্যের দৌড়ে এবার এগিয়ে চলেছে মহিলারা। দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে নানা কৌশলে প্রতিনিয়ত অবৈধ মাদক পাচার করছে এরা। কখনো সড়ক পথে, কখনো বা রেল পথে। এবার এমনই ভাবে গাঁজা পাচার করতে গিয়ে এক যোগে ৪ জন মহিলা ও একজন পুরুষ ধরা পড়লো পুলিশের জ্বালে।

ত্রিপুরা কে করিডোর করে নিত্যদিন গাঁজা বানিজ্য আকাশ ছুয়ে যাচ্ছে। নাকা পয়েন্ট গুলো তে পুলিশ বাবুদের বসিয়ে রেখেও কাজের কাজ কিস্যু হচ্ছে না। সেই চুরাইবারি নাকা কিঙ্গা আসাম রাজ্যে গিয়ে ধরা পড়ছে ত্রিপুরা থেকে বেড়িয়ে যাওয়া গাঁজা বোঝাই গাড়ি। কিভাবে ? জানা নেই। যাই হোক ।

এবার নাকা চেকিং এর সময় তেলিয়ামুরা থানার অন্তর্গত তৃষা বাড়ি রেল স্টেশন সংলগ্ন এলাকায় ৪ মহিলা ও ১ যুবক সহ লক্ষাধিক টাকার গাঁজা উদ্ধার। ঘটনা রবিবার রাতে।

তেলিয়ামুড়া থানার পুলিশ জানায় অন্যান্য দিনের মতই এদিনও পুলিশ যখন তৃষা বাড়ি এলাকাতে যানবাহনের রুটিন তল্লাশি চালাচ্ছিল তখনই উক্ত পাঁচজনের গতিবিধি এবং কথাবার্তায় অসংলগ্নতা পরিলক্ষিত হয়। তৎক্ষণাৎ তল্লাশি করা হয় এবং এই তল্লাশীর পর ধৃতদের কাছ থেকে ৩২ কেজি শুকনা গাজা উদ্ধার করে পুলিশ। যার আনুমানিক বাজার মূল্য দুই লক্ষাধিক টাকা ।

বাজেয়াপ্ত করা হয় গাঁজা গুলিকে। ততসঙ্গে এনডিপিএস মামলা নিয়ে ধৃতদের গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়। এই গাঁজা গুলো কোথায় নিয়ে যাওয়া হচ্ছিলো এই নিয়ে যদিও প্রাথমিক ভাবে কিছু জানান নি পুলিশ। তবে স্পষ্টভাবে এই গাজা গুলো রেলস্টেশন থেকে রেল ব্যবহার করে বহি রাজ্যে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল বলেই প্রাথমিক ধারণা।

For All Latest Updates

ভিডিও