Swift Driver Attacked News : পিকনিক থেকে বাড়ি ফেরার পথে ভয়াবহ অভিজ্ঞতার মুখে পড়লেন এক গাড়িচালক। অভিযোগ, যাত্রী সেজে পিকনিকে গিয়ে ফেরার সময় চালককে মারধর করে নগদ টাকা ও সোনার গয়না ছিনিয়ে নেয় পাঁচ যুবক। ঘটনাটি ঘটেছে এয়ারপোর্ট থানার অন্তর্গত গান্ধীগ্রাম এলাকার রবি শংকর স্কুল সংলগ্ন রাস্তায়।
আক্রান্ত চালকের নাম প্রশান্ত সাহা। তিনি এডি নগরের বাসিন্দা এবং পেশায় গাড়িচালক। জানা গেছে, সোমবার পাঁচ যুবক তার সুইফট ডিজায়ার গাড়িটি রিজার্ভ করে উদয়পুর ও ছবি মুড়া এলাকায় পিকনিকে যান। দিনের শুরুতে সবকিছু স্বাভাবিক থাকলেও ফেরার পথে পরিস্থিতি হঠাৎই বদলে যায়।
অভিযোগ অনুযায়ী, রাতের দিকে গান্ধীগ্রাম এলাকায় পৌঁছতেই ওই পাঁচ যুবক আচমকাই প্রশান্ত সাহার ওপর চড়াও হয়। তাকে গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মারধর করা হয়। এরপর তার কাছ থেকে নগদ অর্থ, সোনার চেইন ও আংটি ছিনিয়ে নিয়ে যায় অভিযুক্তরা। মারধরে গুরুতর আহত অবস্থায় কোনওক্রমে প্রাণে বাঁচেন চালক।
ঘটনার পর আহত প্রশান্ত সাহা নিজেই এয়ারপোর্ট থানায় যোগাযোগ করেন। পুলিশের কাছে পুরো ঘটনার লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগ পাওয়ার পর পুলিশ দ্রুত তদন্তে নেমে অভিযান চালায় এবং তিনজন অভিযুক্ত যুবককে আটক করে। বাকি দু’জনের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
মঙ্গলবার প্রশান্ত সাহা তার সহকর্মীদের সঙ্গে এয়ারপোর্ট থানায় গিয়ে আনুষ্ঠানিকভাবে মামলা দায়ের করেন। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত সকলকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। রিজার্ভ গাড়ি নিয়ে যাত্রীদের এই ধরনের অপরাধে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।



