Sudhangshu Das : ত্রিপুরা রাজ্যে মৎস্য খাতের উন্নয়নের লক্ষ্যে মহারাজগঞ্জ বাজারে একটি অত্যাধুনিক তিনতলা মাছের বাজার নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই প্রকল্পে ব্যয় হবে ৩৫ কোটি টাকা, যার প্রথম ধাপে কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই ৭.৫ কোটি টাকা বরাদ্দ করেছে।
বুধবার রাজ্যের মৎস্য ও তফসিলি জাতি কল্যাণ বিভাগের মন্ত্রী সুধাংশু দাস বাজারটি পরিদর্শন করে প্রকল্পের কথা জানান। তিনি জানান, এই প্রকল্পটি মূলত তফসিলি জাতিভুক্ত মাছ বিক্রেতাদের জীবনমান উন্নয়নের উদ্দেশ্যে গ্রহণ করা হয়েছে।
মন্ত্রী বলেন, “মহারাজগঞ্জ রাজ্যের সবচেয়ে ব্যস্ত মাছের বাজারগুলির একটি। এই বাজারের বেশিরভাগ বিক্রেতাই তফসিলি জাতি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। তাই, সামাজিক ও অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এই বাজারের আধুনিকীকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
প্রস্তাবিত ভবনটি হবে তিনতলা বিশিষ্ট, যাতে থাকবে আধুনিক স্যানিটেশন ব্যবস্থা, ঠান্ডা সংরক্ষণাগার, ট্র্যাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং গ্রাহক-বান্ধব পরিকাঠামো। প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে মৎস্য বিভাগের প্রকৌশল শাখাকে।
মন্ত্রী আরও জানান, স্থানীয় মাছের সহজলভ্যতা বাড়াতে ডুম্বুর হ্রদের জাল ধরা মাছ বিক্রির জন্য নতুন একটি স্টল খোলা হবে। এই উদ্যোগটি বাস্তবায়ন করবে অ্যাপেক্স ফিশারিজ লিমিটেড।
তিনি বলেন, “ডুম্বুর হ্রদের মাছ সাধারণত বাজারে পৌঁছায় না। আমরা চাই স্থানীয় ক্রেতারা যুক্তিসঙ্গত মূল্যে এই মাছ কিনতে পারেন। সেজন্যই বিশেষভাবে এই স্টল খোলার উদ্যোগ নেওয়া হয়েছে।”
এই প্রকল্প রাজ্যের মৎস্য খাতে এক নতুন দিগন্তের সূচনা করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট মহল।