খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Saturday, 11 October 2025 - 06:47 PM
শনিবার, ১১ অক্টোবর ২০২৫ - ০৬:৪৭ অপরাহ্ণ

STGT Aspirants Protest : STGT উত্তীর্ণদের মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, দ্রুত নিয়োগের দাবি

STGT Aspirants Protest
1 minute read

STGT Aspirants Protest : ২০২২ সালের STGT (School Teacher General Test) পরীক্ষায় উত্তীর্ণ হয়েও এখনও নিয়োগের মুখ দেখতে পাননি বহু বেকার যুবক-যুবতী। দীর্ঘ প্রতীক্ষার পরে, সোমবার তাঁরা সরাসরি মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে জমায়েত হয়ে বিক্ষোভে সামিল হন।

প্রতীক্ষার অবসান চেয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেন পরীক্ষার্থীরা। তাঁদের কথায়, পরীক্ষার ফল প্রকাশ হলেও নিয়োগের প্রক্রিয়া শুরু হয়নি এখনও। এক পরীক্ষার্থী ক্ষোভের সঙ্গে বলেন, “পরীক্ষা দেওয়ার বয়সটাই পেরিয়ে গেল। আমাদের qualification certificate তো এখন কলাপাতা হয়ে গেছে!’’

তাঁদের দাবি, অবিলম্বে জানানো হোক কতজন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন এবং কবে নিয়োগ হবে তার একটি নির্দিষ্ট সময়সীমা প্রকাশ করা হোক।

বিক্ষোভকারী এক শিক্ষার্থী বলেন, “আমরা শুধু ন্যায়বিচার চাই। বছরের পর বছর ধরে প্রস্তুতি নিয়ে বসে থাকাটা অসম্মানজনক। মুখ্যমন্ত্রী নিজে এগিয়ে এসে বিষয়টির দ্রুত সমাধান করুন।”

প্রসঙ্গত, ২০২২ সালের পর থেকে STGT নিয়োগ নিয়ে নানা জটিলতা ও অভিযোগ উঠেছে। প্রশাসনের তরফ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে নির্দিষ্ট কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে, আন্দোলনকারীদের দাবি, এই আন্দোলন চলতেই থাকবে যতদিন না তাঁরা স্পষ্ট ও সন্তোষজনক উত্তর পান।

যেখানে শিক্ষাক্ষেত্রে গুণগত মান উন্নয়নের কথা বারবার বলা হচ্ছে, সেখানে শিক্ষক নিয়োগে এই ধরনের বিলম্ব সত্যিই উদ্বেগের। এখন দেখার, সরকার কবে এই প্রতিবাদী কণ্ঠস্বরের জবাব দেয়।

For All Latest Updates

ভিডিও