Spouse files case against husband
প্রথমা কে তাড়িয়ে দ্বিতীয় বিয়ে করায়
এবার থানায় গরালো মামলা
স্বামী কর্তৃক চরম নির্যাতনের শিকার স্ত্রী। প্রথমাকে তাড়িয়ে দিয়ে দ্বিতীয় বিয়ে করলো স্বামী। থানায় মামলা প্রথমার।
গার্হস্থ্য হিংসার শিকার আরও এক গৃহবধূ। স্বামী কর্তৃক নির্যাতনের শিকার প্রথম স্ত্রী। মারধোর করে দুই সন্তান সহ তাদের জননীকে তাড়িয়ে দিলো স্বামী। অবশেষে দ্বিতীয় বিয়ে করে নতুন সংসার শুরু করায় প্রথমা স্ত্রী থানায় মামলা দায়ের করলো। এমনি এক নেক্কারজনক ঘটনা সংঘটিত হয়েছে ঊনকোটি জেলার ফটিকরায় থানাধীন রাতাছড়া গ্রামে। জানা যায়, এই গ্রামের ৫নং ওয়ার্ডের বাসিন্দা মৃত প্রফুল্ল রুদ্র পালের ছেলে নীলকান্ত রুদ্র পালের সঙ্গে চুরাইবাড়ি থানাধীন পূর্ব ফুলবাড়ী গ্রামের ২নং ওয়ার্ডের বাসিন্দা বকুল রুদ্র পালের মেয়ে শিল্পী রুদ্র পালের ধর্মীয় রীতি মেনে বিগত চৌদ্দ বছর পূর্বে বিবাহ হয়। বিবাহের পর থেকেই তাদের সংসারে নেমে আসে চরম অশান্তি। স্ত্রী শিল্পীর অভিযোগ প্রতিরাতেই নাকি তার স্বামী মদমত্ত অবস্থায় বাড়িতে এসে তাকে মারধর করতো এবং বাপের বাড়িতে চলে যাওয়ার জন্য বলতো। এভাবে নিত্যদিনের যন্ত্রণা সহ্য করতে থাকে স্ত্রী শিল্পী। একাধিকবার তাকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়েও দিয়েছে তার স্বামী বলে অভিযোগ করে শিল্পী। এরই মধ্যে তাদের দুটি সন্তানও হয়েছে। বর্তমানে চরম মদমত্ত স্বামী নীলকান্ত স্ত্রীকে ব্যাঙ্গালোর নিয়ে চলে যায় কাজের সন্ধানে। সেখানে স্ত্রী ও সন্তানকে ফেলে সে রাতাছড়া স্থিত নিজের বাড়িতে ফিরে যায় এবং অপর এক সন্তানের জননীকে দ্বিতীয় বারের মতো বিয়ে করে বাড়িতে নিয়ে আসে বলে অভিযোগ করে শিল্পী। এরপর শিল্পী চুরাইবাড়ি স্থিত তার বাপের বাড়িতে থেকে দুটি সন্তানকে নিয়ে চরম দরিদ্রতার মধ্যে জীবন যাপন করতে থাকে । সার্বিক বিষয় উল্লেখ করে চুরাইবাড়ি থানায় একটি লিখিত এজাহার ও দায়ের করে শিল্পী । যেহেতু ফটিকরায় থানা এলাকায় বাসিন্দা তার স্বামী নীলকান্ত , সেই মোতাবেক চুরাইবাড়ি থানার ওসি খোকন সাহা মামলাটি ফটিকরায় থানায় পাঠিয়ে দেন।
অপরদিকে গৃহবধূ শিল্পী জানায়, বিয়ের পর থেকে তার উপর চরম অত্যাচার ও মারধরের ঘটনা একাধিকবার গ্রামের মাতব্বরদের জানিয়েছিল সে। তাদের নিয়ে সামাজিক ভাবে বিচার ও হয়েছে । কিন্তু তাতেও কোন লাভ হয়নি। তাই যেহেতু বিষয়টি সামাজিক ভাবে আর সমাধান কড়া যায়নি তাই এখন সার্বিক বিষয়টি থানা পর্যন্ত গড়িয়েছে । এখন দেখার বিষয় পুলিশ প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করে সেই কুলাঙ্গার স্বামী নীলকান্ত রুদ্র পালের বিরুদ্ধে।