খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Saturday, 24 January 2026 - 08:24 PM
শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬ - ০৮:২৪ অপরাহ্ণ

Sonamura News : নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগে আটক জহর মিয়া

Sonamura News
1 minute read

Sonamura News : গোপন তথ্যের ভিত্তিতে নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগে জহর মিয়া (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বোধজংনগর থানার আওতাধীন পশ্চিম নোয়াবাধি আমতলী এলাকায় শেষ রাতে যৌথ অভিযানে তাকে আটক করা হয়। সোনামুড়া, আমতলী ও বোধজংনগর থানার পুলিশ সদস্যরা এ অভিযানে অংশ নেন।

প্রসঙ্গত, গত ১ ডিসেম্বর ২০২৫ বিকেলবেলায় সোনামুড়া হাসপাতাল সংলগ্ন এলাকায় এই ঘটনার সূত্রপাত। অভিযোগ অনুযায়ী, অষ্টম শ্রেণির এক ছাত্রীকে বাড়িতে একা পেয়ে জোরপূর্বক শ্লীলতাহানির চেষ্টা চালান জহর মিয়া। তিনি নাবালিকার বাড়ির পাশেই দেওয়াল নির্মাণের কাজে নিযুক্ত ছিলেন এবং ঘটনার দিনও কাজের অজুহাতে বাড়ির আশপাশে ঘুরে বেড়াচ্ছিলেন বলে জানা গেছে।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, পরিবারের লোকজন বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্ত ব্যক্তি ঘরে প্রবেশ করে ছাত্রীটির প্রতি অনাকাঙ্ক্ষিত আচরণের চেষ্টা করেন। তবে নাবালিকা দ্রুত ঘর থেকে বেরিয়ে বাথরুমে আশ্রয় নিয়ে নিজেকে রক্ষা করতে সক্ষম হয়। তার চিৎকার শুনে ছুটে আসেন ছাত্রীর ঠাকুমা, তাকে দেখেই অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ঘটনার পর পরিবার সোনামুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ দ্রুত মামলার নথিভুক্তকরণ সম্পন্ন করে। নতুন বিএনএস আইনের সংশ্লিষ্ট ধারা এবং পক্সো আইনের আওতায় মামলা রুজু করা হয়। অভিযোগের গুরুত্ব বিবেচনায় পুলিশ একাধিক থানার সমন্বয়ে অভিযান চালিয়ে রাতে জহর মিয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

জানা গেছে আটক ব্যক্তির বিরুদ্ধে প্রাথমিক প্রমাণ মিলেছে এবং তাকে আজ আদালতে প্রেরণ করা হয় । পাশাপাশি ঘটনার বিস্তারিত তদন্ত চলছে, যাতে নিরপেক্ষভাবে ঘটনার সব দিক খতিয়ে দেখা যায়।

এ ধরনের ঘটনা এলাকায় উদ্বেগ সৃষ্টি করেছে এবং তারা দ্রুত বিচার প্রত্যাশা করছেন। পুলিশও আশ্বাস দিয়েছে যে আইনানুগভাবে সব ব্যবস্থা গ্রহণ করা হবে।

For All Latest Updates

ভিডিও