Sonamura News : সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে যাত্রাপুর থানার উদ্যোগে এক বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। শুক্রবার সকালে থানার দ্বিতল ভবনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে কাঁঠালিয়া অঞ্চল থেকে প্রায় ৪০–৫০ জন শিশুশিল্পী উৎসাহভরে অংশ নেয়। শুরু থেকেই থানা প্রাঙ্গণে ছিল উৎসবের আমেজ—রঙতুলি হাতে শিশুদের ব্যস্ততা, অভিভাবকদের উপস্থিতি এবং আয়োজকদের উদ্যোগে জমে ওঠে পুরো পরিবেশ।
প্রতিযোগিতার মূল বিষয় ছিল সর্দার বল্লভভাই প্যাটেলের প্রতিকৃতি আঁকা। অংশগ্রহণকারী কচিকাঁচারা তাদের ক্যানভাসে ফুটিয়ে তোলে দেশপ্রেম, দৃঢ় নেতৃত্ব এবং ঐতিহাসিক এক মহান ব্যক্তিত্বের ভাবনা। অনেকেই নিজের মতো করে প্যাটেলের ‘আয়রন ম্যান’ পরিচয়কে রঙের মাধ্যমে প্রকাশ করে। আয়োজকদের মতে, শুধু প্রতিযোগিতা নয়—এটি শিশুদের কাছে ইতিহাস ও জাতীয় নেতাদের অবদান তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ প্রচেষ্টা।
যাত্রাপুর থানার এক কর্মকর্তা জানান, “সর্দার বল্লভভাই প্যাটেল আমাদের দেশের প্রথম উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। তাঁকে ‘আয়রন ম্যান’ বা লৌহমানব হিসেবে সম্মান করা হয়। দেশের ঐক্য রক্ষায় তিনি অসাধারণ ভূমিকা রেখেছেন। তাঁর ১৫০তম জন্মশতবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে আমরা বয়সভিত্তিক আর্ট কম্পিটিশনের আয়োজন করেছি।” তিনি আরও জানান, “আজকের প্রতিযোগিতায় ৪০ থেকে ৫০ জন অংশগ্রহণকারী এসেছে। সবাইকে ধন্যবাদ জানাই। এ ধরনের শিক্ষামূলক কার্যক্রম ভবিষ্যতেও চলবে।”
আয়োজকরা জানান, আগামী ২৩ তারিখ থানার উদ্যোগে আরেকটি বড় আয়োজন—বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সরদার বল্লভভাই প্যাটেলের ‘ইউনিটি’ বা ঐক্যবিষয়ক এই বিতর্কে এলাকার ছয়টি স্কুল অংশ নেবে। শিশু-কিশোরদের যুক্তিবাদী চিন্তা ও নেতৃত্বগুণ বিকাশের লক্ষ্যে আয়োজিত এই প্রতিযোগিতায় স্থানীয় মানুষকেও উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
সমগ্র অনুষ্ঠানজুড়ে শিশুদের সৃজনশীলতা, অভিভাবকদের অংশগ্রহণ এবং থানার সাংস্কৃতিক উদ্যোগ এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছে। আয়োজকদের আশা, এমন উদ্যোগ আগামী প্রজন্মকে দেশের ইতিহাস ও জাতীয় ঐতিহ্যের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে পরিচিত করবে।



