Sonamura News : জমি নিয়ে পারিবারিক বিবাদকে কেন্দ্র করে এক মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটেছে যাত্রাপুর থানার অন্তর্গত দিন নিদয়া তিন ডেপা এলাকায়। বড় ভাই গৌতম শীলের হাতে খুন হয়েছেন তারই ছোট ভাই রাসু শীল (৩৫) এমনি অভিযোগ উঠে আসছে ।
প্রাথমিকভাবে গৌতম শীল দাবি করেন, তার কাকা ও কাকার পরিবার এই হত্যাকাণ্ডে জড়িত। কিন্তু তদন্তের অগ্রগতিতে প্রকাশ পায় অন্য চিত্র। গৌতম শীলের স্ত্রী পুলিশের ও ক্যামেরার সামনে স্বীকার করেন, জমি সংক্রান্ত ঝামেলা নিয়ে গতকালই মৃত রাসু শীলের সঙ্গে তাদের তর্ক-বিতর্ক হয়েছিল।
যদিও বড় ভাই ও তার স্ত্রী দাবি করেন রাসু শীল নাকি দেয়াল থেকে পড়ে মৃত্যুবরণ করেছেন। মৃতদেহে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ও পাওয়া গেছে।
ঘটনাস্থলে পুলিসের তদন্ত চলছে বলে জানা গেছে । তবে এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।



