খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Saturday, 26 July 2025 - 01:30 PM
শনিবার, ২৬ জুলাই ২০২৫ - ০১:৩০ অপরাহ্ণ

Sonamura News : ঝড়ো হাওয়ায় সড়কে ভেঙে পড়ল বিশাল বৃক্ষ, অল্পের জন্য রক্ষা পেলো শিশু সহ বাইক আরোহী

Sonamura News
1 minute read

Sonamura News : শুক্রবার বিকেলে সোনামুড়া মেলাঘর ধলিয়া এলাকায় প্রবল দমকা হাওয়ার কবলে পড়ে মূল সড়কে ভেঙে পড়ে একটি বিশালাকৃতির গাছ। আকস্মিক এই ঘটনায় এক চলন্ত মোটরসাইকেলের উপর আছড়ে পড়ে গাছটি, তবে সৌভাগ্যক্রমে আরোহীরা প্রাণে রক্ষা পান। বাইকে থাকা দুই শিশুও ছিলেন অক্ষত।

ঘটনার পর জানা যায়, সম্প্রতি টানা ভারী বৃষ্টিপাতের ফলে এলাকার বেশ কয়েকটি পুরনো ও দুর্বল গাছের গোঁড়ার মাটি সরে গেছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, এসব গাছের অনেকগুলোর অবস্থা দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ ছিল—বিশেষ করে ২০২৪ সালের বন্যার পর থেকেই।

দুর্ঘটনার ফলে শুধুমাত্র সড়ক যোগাযোগ বিঘ্নিত হয়নি, গাছ ভেঙে বিদ্যুতের তারও ছিঁড়ে যায়। এলাকাবাসীরা অভিযোগ করেছেন, তিন দিন ধরে বিদ্যুৎবিহীন অবস্থায় থাকতে হচ্ছে তাদের। এই ঘটনার পর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

স্থানীয় এক বাসিন্দা জানান, “প্রশাসনের গাফিলতির কারণে আমরা প্রতিনিয়ত ঝুঁকির মধ্যে বাস করছি। বিদ্যুৎ বিভাগের কর্মীরা শুধু ঝুলে থাকা ডাল কেটে চলে যান, কিন্তু বিপজ্জনক অবস্থায় থাকা সম্পূর্ণ গাছগুলো অপসারণে নেই কোনো উদ্যোগ।”

এলাকাবাসীর দাবি, দ্রুত ক্ষতিগ্রস্ত তার মেরামত ও বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করতে হবে। পাশাপাশি, বড় আকারের পুরনো গাছগুলোর সঠিকভাবে পর্যবেক্ষণ ও কাটা জরুরি—বিশেষ করে যেগুলো বৈদ্যুতিক লাইনের নিকটে অবস্থান করছে।

সংশ্লিষ্ট দপ্তরগুলোর দ্রুত পদক্ষেপ না নিলে ভবিষ্যতে আরও বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন সচেতন নাগরিকরা।

For All Latest Updates

ভিডিও