খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Saturday, 11 October 2025 - 06:43 PM
শনিবার, ১১ অক্টোবর ২০২৫ - ০৬:৪৩ অপরাহ্ণ

Sonamura kathalia News : বিলাসবহুল গাড়ি থেকে উদ্ধার ১৪ হাজার ইয়াবা, আটক ৩ বহিরাগত

Sonamura kathalia News
1 minute read

Sonamura kathalia News : গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ ও বিএসএফের যৌথ অভিযানে যাত্রাপুর থানার বাঁশপুকুর পঞ্চায়েত এলাকায় বুধবার শেষ রাতে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং তিনজন বহিরাগত ব্যক্তিকে আটক করা হয়েছে।

কর্তব্য রাতে পুলিশ অফিসার জানান, ভোররাতে মহরম আলী স্কুল পাড়ায় একটি সন্দেহজনক বিলাসবহুল গাড়ি ঘোরাঘুরি করছিল। যাত্রাপুর থানার নবনিযুক্ত অফিসার-ইন-চার্জ (ওসি) সিতি কন্ঠ বর্ধনের নেতৃত্বে একটি বিশেষ অভিযান চালিয়ে পুলিশ গাড়িটি আটক করে। গাড়িটির কোনো নম্বর প্লেট বা বৈধ নথিপত্র ছিল না।

গাড়িটির তল্লাশি চালিয়ে ১৪ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযানের সময় অভিযুক্তরা পালানোর চেষ্টা করলেও আশপাশের এলাকায় খোঁজাখুঁজি চালিয়ে তিনজনকে আটক করা হয়। ধৃতদের নাম—সরফরাজ আহমেদ, যুবের আহমেদ ও নজরুল ইসলাম। তারা সবাই বহিরাগত বলে জানিয়েছে পুলিশ।

এই অভিযানে যাত্রাপুর থানার অন্যান্য কর্মকর্তা—সাব-ইন্সপেক্টর বিজয় চক্রবর্তী, অমর কিছু দেববর্মা, প্রীতম দত্ত ও রুমি আক্তার ছাড়াও একাধিক কনস্টেবল অংশ নেন। অভিযানে শালপুকুর বিএসএফ ক্যাম্পের সদস্যরাও পুলিশকে সহায়তা করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, নম্বরবিহীন বিলাসবহুল গাড়িটি এবং উদ্ধারকৃত ইয়াবা বড় কোনো মাদক চক্রের সঙ্গে যুক্ত থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে।

যাত্রাপুর থানার পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশ ও বিএসএফ একযোগে কাজ করছে। এদিকে স্থানীয় সচেতন নাগরিক মহল পুলিশের এই সাহসী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে।

For All Latest Updates

ভিডিও