খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Monday, 1 December 2025 - 09:30 PM
সোমবার, ১ ডিসেম্বর ২০২৫ - ০৯:৩০ অপরাহ্ণ

Snake Rescued in Charilam : চড়িলামের লোকালয় থেকে উদ্ধার ১০০ কেজি উজনের অজগর সাপ

Snake Rescued in Charilam
1 minute read

Snake Rescued in Charilam : ১০০ কেজি ওজন, লোকালয়ে ব্যাপক চাঞ্চল্য কর পরিস্থিতি।
শুনলেই অবাক হতে হয়। ১০০ কেজি ওজনের একটি অজগর নাকি লোকালয়ে স্বাধীন ভাবে বিচরণ করে বেড়াচ্ছিল। অবশেষে স্থানীয়দের নজরে আসতেই নিয়ে যাওয়া হল সিপাহীজলায়।

উল্লেখ্য, সিপাহীজলা অভয়ারণ্যের ভেতর থেকে প্রায়শই বিভিন্ন বিষধর সাপ এবং বিশেষ করে পাইথন অর্থাৎ অজগর সাপ লোকালয়ে চলে আসে। এই ঘটনা এই প্রথম নয়। বহুবার এই ঘটনা ঘটেছে। একই ভাবে সোমবার রাত আনুমানিক সাড়ে ৮টা নাগাদ উত্তর চড়িলাম এলাকায় এমনই একটি অজগর দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন আম জনতা।

সাথে সাথে চড়িলাম রেঞ্জ অফিসে খবর পাঠানো হয়। ছুটে আসেন রেঞ্জের কর্মীরা। তারা এসে সাপ টি কে ধরে একটি বস্তায় ঢুকিয়ে নিয়ে যান। এটিকে পরীক্ষা নিরীক্ষা করে এর পর নিরাপদ জায়গায় ছেড়ে দেওয়া হবে বলে জানান তারা।

তবে প্রশ্ন হচ্ছে এসমস্ত জীব লোকালয়ে আসে কেন ? বনে জঙ্গলে কি তবে সঠিক ভাবে এদের আহারের ব্যবস্থা নেই ? নাকি অভয়ারণ্যের ভেতরেই এরা অনাহারে রয়েছে ? রেঞ্জার কর্মী এই প্রশ্নের জবাবে জানান, বিষয়টা এমন নয় ঠিক। আসলে উত্তর চড়িলাম এলাকা টি সিপাহী জলা অভয়ারণ্যের একেবারে পাশেই অবস্থিত। যে কারণে অনেক সময় এধরণের সরীসৃপ জলের স্রোতের সাথে কিংবা আপন মনে বিচরণ করতে করতে সিমানার বাইরে বেড়িয়ে যায়।

তবে যখনি তারা এধরণের খবর পান তৎক্ষণাৎ ছুটে গিয়ে এদের উদ্ধার করে নিয়ে আসেন। যাতে এধরণের জীব দের কারণে কোন কারো ক্ষতি না হয়। অতঃপর এদিন সাপ টিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে।

স্থানীয়রা স্বভাবতই সাপ টিকে দেখতে এলাকায় ভিড় জমান। কেউ কেউ বলছেন সাপটির ওজন আনুমানিক ১০০ কেজি। যদিও তা পরিমাপ করে দেখা হয়নি।

For All Latest Updates

ভিডিও