খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Saturday, 24 January 2026 - 10:15 PM
শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬ - ১০:১৫ অপরাহ্ণ

Simna BJP News : হেজামারায় বিজেপির মন্ডল কার্যালয় নির্মাণ ঘিরে তীব্র বিতর্ক

Simna BJP News
1 minute read

Simna BJP News : কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় হেজামারায় বিজেপির তিনতলা ফাউন্ডেশনের মন্ডল কার্যালয় নির্মাণের কাজ শুরু হয়েছে। বিজেপি ১ নম্বর সিমনা মন্ডলের উদ্যোগে এই দলীয় কার্যালয় নির্মাণ ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে।

জানা গেছে, গতকাল কার্যালয়ের ভূমিপুজো উপলক্ষে অনুষ্ঠান চলাকালীন হামলার অভিযোগ ওঠে। ঘটনার পর পরিস্থিতি সামাল দিতে আজ কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে ফের নির্মাণকাজ শুরু করা হয়। এলাকায় মোতায়েন রয়েছে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী।

এ বিষয়ে সিমনা বিধানসভা এলাকার বিজেপি নেতা বিনোদ দেববর্মা বলেন, “২০২৬ সালের এডিসি নির্বাচনে সিপিআইএম ও মোথা রাজনৈতিকভাবে শূন্য হয়ে যাবে। হেজামারায় এখন মন্ডল কার্যালয় তৈরি হচ্ছে, আর ২০২৬ সালের নির্বাচনের পর এখানে তিনতলা পার্টি অফিস হবে।” তাঁর দাবি, বিজেপি মানুষের জন্য কাজ করছে এবং আগামীতেও উন্নয়নের রাজনীতি করবে।

বিনোদ দেববর্মা আরও বলেন, “আমরা জনতাকে আশ্বাস দিচ্ছি না, আমরা কাজ করে দেখাচ্ছি। আমি নিজে ফোন করে মানুষের সমস্যার সমাধান করছি। ২০১৭ সাল থেকে আমি এই শিমনা বিধানসভা এলাকায় কাজ করে যাচ্ছি।” তাঁর অভিযোগ, কংগ্রেস, সিপিআইএম, মোথা কিংবা আইপিএফ—কোনও দলের আমলেই এই এলাকার প্রকৃত উন্নয়ন হয়নি।

অন্যদিকে, স্থানীয় রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশের মতে, বিজেপি নেতৃত্ব সিপিআইএম ও মোথাকে আক্রমণ করে নিজেদের অবস্থান মজবুত করতে চাইছে। তাঁদের বক্তব্য, শরিক রাজনীতির দায় এড়াতে বিজেপি বিরোধীদের উপর দোষ চাপানোর চেষ্টা করছে।

ঘটনাকে কেন্দ্র করে সিপিআইএম ও মোথার বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ শোনা যায় বিজেপি নেতার মুখে। তিনি বলেন, “সব জায়গায় সিপিআইএমের দালাল দেখা যাচ্ছে। মোথা আর সিপিআইএম একই।” যদিও এই অভিযোগ অস্বীকার করেছে বিরোধী শিবির।

আগামী দিনে কয়েক মাসের মধ্যেই জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সেই নির্বাচনেই প্রকৃত জনসমর্থনের প্রতিফলন দেখা যাবে বলে মনে করছে রাজনৈতিক মহল। হেজামারার এই দলীয় কার্যালয় নির্মাণ ঘিরে রাজনৈতিক টানাপোড়েন আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।

For All Latest Updates

ভিডিও