খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Saturday, 15 November 2025 - 09:54 PM
শনিবার, ১৫ নভেম্বর ২০২৫ - ০৯:৫৪ অপরাহ্ণ

Shantirbazaar Electricity News : শান্তির বাজারে শূন্য টাকায় বিদ্যুৎ পরিষেবা পেতে সচেতনতা শিবির

Shantirbazaar Electricity News
1 minute read

Shantirbazaar Electricity News : শান্তির বাজার বিদ্যুৎ দপ্তরের উদ্যোগে শূন্য মূল্যে বিদ্যুৎ সুবিধা প্রাপ্তির উপায় সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করতে এক বিশেষ মেগা ক্যাম্পের আয়োজন করা হয়। কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে চালু হওয়া পি এম সূর্যঘর মুফত বিজলি যোজনার সুবিধা প্রতিটি ঘরে পৌঁছে দিতে এই সচেতনতা শিবিরের আয়োজন করা হয় শান্তির বাজারের মুকুট অডিটোরিয়ামে।

শুরুতেই প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানটির উদ্বোধন করেন শান্তির বাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং। উন্নয়নের স্বার্থে সূর্যের আলোকে বিদ্যুতের উৎস হিসেবে কাজে লাগানো এখন সময়ের দাবি। এই প্রকল্পের মাধ্যমে মানুষ ঘরের ছাদে সোলার প্যানেল স্থাপন করে বিনামূল্যে বিদ্যুৎ সুবিধা পাবে। পাশাপাশি বিদ্যুৎ বিল শূন্যে নামিয়ে আনা সম্ভব হবে, যা অর্থনৈতিক সাশ্রয় তো বটেই, পরিবেশ দূষণ কমাতেও বড় ভূমিকা রাখবে বলে জানা গেছে।

এদিন তারা জানান, প্রকল্পটি সফল করতে প্রথমে জনপ্রতিনিধি ও সরকারি আধিকারিকদেরই এগিয়ে আসতে হবে। তাঁদের উদ্যোগ দেখে সাধারণ মানুষও উৎসাহিত হবেন এবং বৃহত্তর জনসমষ্টি এই প্রকল্পের সঙ্গে যুক্ত হবেন। তিনি জানান, সোলার লাইট বা সোলার প্যানেল ঘরে স্থাপন করা হলে তার সুফল অন্যেরাও উপলব্ধি করবে এবং প্রকল্প বাস্তবায়ন আরও দ্রুত এগোবে।

মেগা ক্যাম্পে উপস্থিত মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। বিদ্যুৎ দপ্তরের কর্মকর্তারা প্রকল্পের যোগ্যতা, আবেদন প্রক্রিয়া এবং ভবিষ্যৎ সুবিধা সম্পর্কে বিশদভাবে ব্যাখ্যা করেন। তাঁদের মতে, দেশে নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়িয়ে গ্রীন এনার্জির পথে এগিয়ে যাওয়ার লক্ষ্যেই এই যোজনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

দপ্তরের পক্ষ থেকে জানানো হয়—এটি শুধুই সরকারি দপ্তরের দায়িত্ব নয়, প্রতিটি নাগরিকেরও কর্তব্য এই প্রকল্পকে ঘরে ঘরে পৌঁছে দেওয়া। সূর্যের আলোকে নিজের ঘরের বিদ্যুতে পরিণত করে সাশ্রয়ী, দূষণমুক্ত এক নতুন ভারতের পথে এগিয়ে যাওয়াই এই উদ্যোগের মূল বার্তা।

এই ক্যাম্পের মাধ্যমে মানুষের মধ্যে যে উৎসাহ লক্ষ্য করা গেছে, তাতে স্পষ্ট—সৌর শক্তিনির্ভর ভবিষ্যত গড়ার পথে শান্তির বাজার এক ধাপ এগিয়ে গেল।

For All Latest Updates

ভিডিও