খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Thursday, 3 July 2025 - 08:46 AM
বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫ - ০৮:৪৬ পূর্বাহ্ণ

SFI Umakanta School Deputation : জনজাতি বয়েজ হোস্টেলে রেগিং এর ঘটনা নিয়ে ডেপুটেশানে মিলিত ভারতীয় ছাত্র ফেডারেশান

SFI Umakanta School Deputation
1 minute read

SFI Umakanta School Deputation : ভারতীয় ছাত্র ফেডারেশান সদর বিভাগীয় কমিটির উদ্যোগে রাজধানী উমাকান্ত স্কুলের প্রধান শিক্ষকের নিকট এক ডেপুটেশান প্রদান করেন। উল্লেখ্য, কিছুদিন পূর্বে উমাকান্ত জনজাতি বয়েজ হোস্টেলে এক ছাত্র নিগ্রহের ঘটনা সামাজিক মাধ্যম ও গণ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। সেই খবর জানতে পেরেই বুধবার উমাকান্ত স্কুলের প্রধান শিক্ষকের সাথে সাক্ষাৎ করেন প্রতিনিধি দল টি।

উল্লেখ্য, উমাকান্ত হোস্টেল এ নেশা সামগ্রী আদান প্রদান কে কেন্দ্র করেই নাকি কয়েকজন ছাত্রের মধ্যে সংঘর্ষ বাঁধে এবং একটি ছাত্র কে শারীরিক ও মানসিক ভাবে অত্যাচার করা হয় বলে অভিযোগ উঠে। তার পরবর্তীতে ঐ ছাত্রের পরিবারের লোকজন পুলিশের দ্বারস্থ হয়ে মামলা দায়ের করেন।

এই ঘটনার বিষয়ে জানতে পেরেই আজ প্রধান শিক্ষকের সাথে মিলিত হয়ে এই ডেপুটেশান প্রদান করে এসএফ আই। প্রধান শিক্ষক ঘটনার সত্যতা স্বীকার করেছেন এবং এই ঘটনা ঘটার পর বিদ্যালয়ের পক্ষ থেকে এসএমসি কমিটির সদস্যরা হোস্টেল ভিসিট করেছেন এবং দুই পক্ষের অভিভাবক দের নিয়েই মিটিং করেছেন বলে জানিয়েছেন। আগামী দিনে এধরণের ঘটনা ঘটবে না বলে ও তিনি আশ্বস্ত করেছেন।

বিগত দিনেও এধরণের ঘটনার সাক্ষী থেকেছে রাজধানীর অন্যতম বনেদী স্কুল উমাকান্ত বিদ্যালয়, এমনটাই অভিযোগ এসএফআই সদর বিভাগিও কমিটির। অতঃপর আবারো এই ধরণের ঘটনা ঘটায় এই বিদ্যালয়ের গরিমা ক্রমশই নষ্ট হচ্ছে। শিক্ষার্থী ও অভিভাবক মহল উভয়েই বিশ্বাস হাড়িয়ে ফেলছেন।

এই অবস্থায় আগামী দিনে যাতে এধরণের ঘটনার পুনরাবৃত্তি না হয় সেই আবেদন রাখার পাশাপাশি এধরণের ঘটনার পুনরাবৃত্তি হলে এসএফআই কঠিন পদক্ষেপ নিতে বাধ্য হবে বলে জানায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে।

যদিও প্রধান শিক্ষক এই বিষয় গুলোর দিকে সজাগ দৃষ্টি দেবেন এবং এধরণের ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে আশ্বস্ত করেছেন।

For All Latest Updates

ভিডিও