SFI Tripura News : বনকুমারী এলাকাধীন বুথ সভাপতি দেবাশিষ পাল এর একমাত্র কন্যা দিপান্বিতা পাল এর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গোটা রাজ্যে শোকের আবহ। বিদ্যালয় কর্তৃপক্ষের গাফিলতির কারণে একটি তরতাজা প্রাণ হাড়িয়ে গেল। এই শোক ভুলে উঠা বড়ই কঠিন।
শুক্রবার দিন বিদ্যালয়ে প্রখর রোদে দাঁড়িয়ে থাকা অবস্থায় অসুস্থ্য বোধ করে দিপান্বিতা। দিদিমণি কে বললেও উনি কর্ণপাত না করায় অবশেষে মূর্ছিত হয়ে পরে সে। নিয়ে যাওয়া হয়য় জিবি হাসপাতালে। কিন্তু দুদিনের মাথায় কোমা তে চলে যায় খুদে দিপান্বিতা। স্কুল কর্তৃপক্ষ খোঁজ অব্দি নেননি।
এদিকে চিকিৎসা চলাকালীন মঙ্গলবার সকালে মৃত্যুর কোলে ঢলে পরে সে। শোক স্তব্ধ পরিবার চিৎকার করে মেয়ের মৃত্যুর জন্যে স্কুল কর্তৃপক্ষ কে দায়ী করেন। ঘটনার তিব্রতা চারিদিকে ছড়িয়ে পরতেই দফায় দফায় বিভিন্ন দলীয় নেতৃত্বরা ছুটে যান দিপান্বিতার বাড়িতে।
বুধবার বিজেপি সহসভাপতি , ডেপুটি মেয়র ও যান তার বাড়িতে। অবশেষে সিপিআইএম এর ছাত্র সংগঠন এসএফ আই এর এক প্রতিনিধি দল ও ছুটে যান তার বাড়িতে। এর আগেই এসএফআই সদর জেলা কমিটির এক প্রতিনিধি দল এলিমেন্টারি এডুকেশান এর শিক্ষা অধিকর্তার নিকট ডেপুটেশান দেয়। এর পর দিপান্বিতার বাড়ি গিয়ে তার শোক সন্তপ্ত মা বাবা ও আত্মীয় পরিজন দের সাথে কথা বলেন।
দিপান্বিতার এই অকাল প্রয়াণ কোনোভাবেই কোনো শান্তনা দেবার অপেক্ষা রাখে না। কোনো ভাষা দিয়েই এই শোক লাঘব করা সম্ভব নয়। তবু যাদের কারণে এই ঘটনা, কিংবা যাদের খানিকটা সতর্কতা আজ এই ঘটনা ঘটা থেকে দিপান্বিতা কে রক্ষা করতে পারতো সেই তাদের বিরুদ্ধে যাতে আগামী দিনে কঠোর ব্যবস্থা গৃহীত হয় সেই প্রচেষ্টা অবশ্যই করা হবে। এমনটাই বার্তা পাওয়া গেছে।
এসএফআই এর সভাপতি , সম্পাদক সহ একাধিক আজ দিপান্বিতার মা বাবার প্রতি সমবেদনা জানান। দিপান্বিতার বিদেহী আত্মার চির শান্তি ও কামনা করেন তারা।



